বিনোদন

‘দেবের টাকার জোরেই রুক্মিণী আজ বিনোদিনী…’! বিস্ফোরক অভিনেত্রী শ্রীলেখা মিত্র

সম্প্রতি প্রকাশিত হয়েছে বিনোদিনী হিসেবে রুক্মিণীর ছবি। সেই দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। তবে এটা দেখার পর শ্রীলেখা মিত্র আবার স্বজন পোষণ নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার জন্য এবার তিনি নিজেই হলেন কটাক্ষের স্বীকার।

অনুরাগীরা জানেন, নটী বিনোদিনীর জীবনীচিত্রে অভিনয় করছেন রুক্মিণী। সোমবার থেকেই শুরু হয়েছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ শীর্ষক এই ছবির শুটিং। প্রকাশ্যে এসেছে বিনোদিনীর বেশে রুক্মিণীর নতুন লুক। সেখানে দেখা যাচ্ছে, শাড়ি এবং অলঙ্কারে সুসজ্জিত হয়ে রাজকীয় সিংহাসনে বসে রয়েছেন রুক্মিণী। কেশসজ্জাতেও রয়েছে সাবেকি ছোঁয়া। রুক্মিণী যথেষ্ট স্বাস্থ্য সচেতন তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।

এ দিকে শ্রীলেখা সোমবার ফেসবুকে নাম না করে একটি পোস্ট করেন। তিনি প্রশ্ন তুলেছেন, রোগা ছিলেন কি বিনোদিনী? একই সঙ্গে তাঁর বক্তব্য, সাধারণ জ্ঞান বাড়াতে একটা সহজ প্রশ্ন করছেন। এমনিতে শত্রুর অভাব নেই, কিছু মনে করবেন না প্লিজ। পাশে আবার জুড়ে দিয়েছেন নমস্কারের ইমোজি। বোঝাই যাচ্ছে, এখানে শ্রীলেখার ইঙ্গিত রুক্মিণীর দিকে।

বিনোদিনী বিতর্কে জলঘোলার কারণেই নাকি সাময়িক ফেসবুক থেকে অবসর নিয়েছেন শ্রীলেখা। অনেকেই এমন বলছেন। তবে শ্রীলেখা জানিয়েছেন, তার ভালো লাগেনি তাই তিনি সমালোচনা করেছেন, কিন্তু কোনো নিন্দে করেননি। রুক্মিণীর প্রতি তার কোনো ক্ষোভ নেই। ও ফুটফুটে বাচ্চা একটা মেয়ে। কিন্তু রামকমল মুখোপাধ্যায়, অরিত্র দাস সেটা বুঝলেন না।

এর পর শ্রীলেখা আরো জানান, রুক্মিণীর প্রেমিক দেব অধিকারীকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। এর কারণ, দেব পয়সা দিচ্ছে। যোগ্য অভিনেতা থাকতে যাকে মানাচ্ছে না তাকে জোর করে খারাপ প্রস্থেটিক রূপটান দিয়ে বিনোদিনী কেনো তৈরি করা হবে। এরই সাথে তিনি আরো জানান, সোশ্যাল মিডিয়া এতটা বিষাক্ত হয়ে গিয়েছে যে এখানে বলা হয় এক, আর লোকে ভেবে বসে আর এক। তিনি সমালোচনা করেছেন সেটা চোখে পরেছে সকলের কিন্তু তার শুভেচ্ছা বার্তাটি সকলে এড়িয়ে গেছেন।