পাঠানের গানে ধ্রুবর সাথে জমিয়ে নাচ মিঠাইরানির, প্রশংসায় ভক্তরা

টেলিভিশনের পর্দায় বহুদিন থেকে জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। এই ধারাবাহিক টিআরপি তালিকা থেকে সরে গেলেও তার জনপ্রিয়তা কমেনি। প্রথম দিনের মতই রয়েছে জনপ্রিয়তা। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও আদৃত রায় (Adrit Roy)। তার দু’জনের জুটি সকলের মনে জায়গা করে নিয়েছে। তবে বর্তমানে গল্পের উত্থান ও পতনে টিআরপি তালিকায় প্রথমে আর জায়গা করতে পারেনি ধারাবাহিক।
সৌমিতৃষা যিনি মিঠাই চরিত্রে অভিনয় করছেন তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। নিজের নানান ছবি ও নাচের ভিডিও নিয়মিত পোস্ট করেন তিনি। টলিউডে একন অনেক তারকা ইনস্টাগ্রামে রিলস্-এ মজেছেন। তেমনই সৌমিতৃষা বাদ যাননি।
তিনিও নাচের নানান রিলস্ পোস্ট করেন। এছাড়া তিনি একজন ড্যান্সার। তার নাচ সকলেরই দেখা। তাই কখনও একা কিংবা কোনো সঙ্গী পেলে নাচ করে সাড়া ফেলে দেন তিনি।
কখনও কখনও সঙ্গী হিসেবে পান সহকর্মী ধ্রুব সরকারকে। ধ্রুব যেমন নাচে পটু তেমনি সৌমিতৃষা। আর তারা বানিয়ে ফেললেন একটি রিলস। ধ্রুব ও সৌমিতৃষা এর আগেও একসঙ্গে নাচ করে ভিডিও পোস্ট করেছেন এবং সেগুলি ভাইরাল হতে সময় নেয়নি৷ তেমনি সম্প্রতি ‘পাঠান’ ছবির গানে নাচে মজলেন তারা। আর ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার হয়েছে। অনেকেই ধ্রুব ও সৌমিতৃষার নাচের ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন তা মন্তব্য করতে ভোলেননি।