নিউজ

তীব্র গরম থেকে রেহাই! অবশেষে বাংলা জুড়ে বর্ষা, কি বলছে আবহাওয়া অধিদপ্তর?

গরম থেকে এবার রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে এই বর্ষা কবে প্রবেশ করবে, সেই আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। খবর আছে ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী বুধবারের মধ্যেই উত্তর-পশ্চিমের জায়গাগুলিতে ঢুকতে চলেছে বর্ষা। তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের প্রায় সব প্রান্তেই প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে মানুষ গরম থেকে রেহাই পেয়ে বর্ষা অনুভব করতে পারবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর রয়েছে, ১৭ই জুন বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গে। যার ফলে রবিবার থেকে কমবে গরমের দাপট। পরিবর্তন হবে আবহাওয়ার। তবে ১৭ই জুন বর্ষা প্রবেশ করলেও তা পুরোপুরি ভাবে সক্রিয় হতে আরো দু-এক দিন সময় লাগবে। সেই অনুযায়ী বলা যায় উত্তর গোলার্ধের বড়দিন ২১শে জুন থেকে পাকাপাকিভাবে বর্ষার আগমন অনুভব করতে পারবেন বঙ্গবাসী।

তাহলে কতদিন এই গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে? হাওয়া অফিস জানিয়েছে, শনিবারে দক্ষিণবঙ্গে আগমন ঘটবে বর্ষার। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর গরমের দাপট থাকবে শনিবার পর্যন্ত। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

অর্থাৎ সূত্রের খবর অনুযায়ী অনুমান করা যাচ্ছে, শনিবারের পর থেকেই মানুষ ধীরে ধীরে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। তবে পশ্চিমের জেলাগুলিতে শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলেও উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। ফলে উত্তরবঙ্গের সব জেলাতেই অনুভূত হবে বর্ষাকালীন আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বিভিন্ন জায়গায় চলবে বৃষ্টিপাত। মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নীচের জেলাগুলি অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জায়গায়। তবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।