
সাম্প্রতিক কালে বেশ রমরমিয়ে চলছে ফোনের বাজার। ভারতের বাজারে আসছে বিভিন্ন কোম্পানির নয়া স্মার্টফোন। যাতে যুক্ত করা হচ্ছে নয়া নয়া ফিচার্স। সম্প্রতি বাজার কাঁপাতে এসেছে মটোরোলার একটি নয়া সেট। যা Flipkart-এ বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। তবে বাজারে লঞ্চ হওয়া মাত্রই হুহু করে বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। বলা যায় ফোনের মার্কেটে হটকেক হয়ে উঠেছে মটোরোলার নয়া সেট Moto Edge 40। তাই চলুন সময় নষ্ট না করে এই নয়া সেটের আকর্ষণীয় তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
বর্তমানে দেশীয় বাজারে লঞ্চ হওয়ার পর এই ফোন অনলাইনে পাওয়া যাচ্ছে। ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে Moto-র এই নতুন ডিভাইস। MediaTek Dimensity 8020 প্রসেসর মিলবে মটোর এই নতুন স্মার্টফোনে। এর পাশাপাশি ডিসপ্লে হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চি, ২৪০০ x ১০৮০ পিক্সেল ফুল এইচডি+ ও এলইডি ডিসপ্লে। তার সাথে HDR10+ সাপোর্টও মিলবে। এর পাশাপাশি এই নয়া ডিভাইসে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে।
এবার আসি ব্যাটারি প্রসঙ্গে। Moto Edge 40 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4400 mah-এর ব্যাটারি। যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। লুকের কথা বলতে গেলে মটোর অন্যান্য সেটের তুলনায় এই ফোনের লুক অত্যন্ত আকর্ষণীয়। মটোর এই ফোনের ব্যাকসাইড পুরোটাই লেদার ফিনিশড। এর পাশাপাশি এই মোবাইলকে নিরাপদে রাখার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এমনকি ব্যবহারের ক্ষেত্রেও এই স্মার্টফোনটি যথোপযুক্ত। খুবই স্লিম মটোরোলার এই সেট।
যদি ক্যামেরার কথা বলি এক্ষেত্রে দুর্দান্ত ক্যামেরা প্রদান করা হয়েছে মটোর এই স্মার্টফোনে। জানা গিয়েছে মটোরোলার এই নয়া ডিভাইসের ফ্রন্টে দদয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অপরদিকে, রেয়ারে রয়েছে কোয়াড পিক্সেল যুক্ত ক্যামেরা। যার প্রাইমারি সেন্সরে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং তার সাথে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স।
মটো কোম্পানির এই মডেল একটি ভ্যারিয়েন্টেই বাজারে পা রেখেছে। স্টোরেজ সম্পর্কে জানা গিয়েছে, মটো এই নয়া ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করেছে। একাধিক কালার ভেরিয়েশন রয়েছে এই নয়া ডিভাইসেশ দাম সম্পর্কে জানা গিয়েছে ২৯, ৯৯৯ টাকায় অনলাইনে মিলছে মটো কোম্পানির Moto Edge 40 স্মার্টফোনটি।