আট মাসের মাথায় বন্ধ হল ‘নবাব নন্দিনী’! শেষ দিনের শ্যুটিংয়ে দর্শকদের কি চমক দিল নন্দিনী?

স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘নবাব নন্দিনী’ (Nabab-Nandini)। যা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। প্রথমদিকে এই ধারাবাহিক দর্শকদের নজর কাড়লেও শেষের দিকে টিআরপি তালিকায় সেরকম ভাবে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। ফলেই ৮ মাসের মাথায় শেষ শুটিং হল ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের। এই দিনটা কিভাবে উদযাপন করলেন ধারাবাহিকের সকল সদস্যগণ?
গত শনিবার ১১ই ফেব্রুয়ারি স্টার জলসায় শেষ শুটিং হল ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের। যে ধারাবাহিকে প্রথম একসাথে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ এবং অভিনেত্রী ইন্দ্রানী পালকে। এই জুটি ছিলেন এই ধারাবাহিকের হিরো-হিরোইন।
এদিন অর্থাৎ ১১ ই ফেব্রুয়ারি ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকের শেষ শুটিংয়ে সকল সদস্যকে একসাথে মিলিত হতে দেখা গিয়েছিল। প্রত্যেক ধারাবাহিকের মতো এই ধারাবাহিককেও সকল সদস্যের মনে দুঃখের ছাপ স্পষ্ট হয়েছিল। তবে জীবন তো আর থেমে থাকবে না। তাই সকলকেই কেক কেটে এদিন এই ধারাবাহিকে শুটিং পর্ব শেষ করতে দেখা গেল।
তবে এই ধারাবাহিক শেষ হওয়ার আগে সংধাদমাধ্যমে এই ধারাবাহিকের হিরো রিজওয়ানকে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছিলেন, এই ধরনের তথ্য পুরোটাই মিথ্যা। অর্থাৎ এই ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হবে না বলেই জানিয়েছিলেন রিজওয়ান। তবে পরবর্তীতে দেখা গেল ধারাবাহিকের শেষ শুটিং পর্ব। তবে অনেক অভিনেতা-অভিনেত্রীরাই বলে থাকেন যে, কোনো ধারাবাহিকের শেষ হওয়া নিয়ে তারা আগে থেকে কিছু জানতে পারেন না। তবে এক্ষেত্রেও রিজওয়ান কি জানতেন না? নাকি দর্শকদের চমক দেওয়ার জন্য এরকম বলেছেন? তা অবশ্য জানা যায়নি।