গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম! সিলিন্ডার পেতে অবশ্যই করতে হবে এই কাজটি

বৃদ্ধি পেয়ে চলেছে এলপিজি (LPG) গ্যাসের চাহিদা। একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০১৬ সালের ১ লা মে থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৭ কোটির বেশি এলপিজি (LPG) কানেকশন নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এত বেশি পরিমাণ গ্যাসের ব্যবহার খুব শীঘ্রই বিপদে ফেলতে পারে মধ্যবিত্ত পরিবারকে। এমনিতেই গ্যাসের দাম বেড়েই চলেছে।
কিন্তু এভাবেই যদি অতিরিক্ত গ্যাসের ব্যবহার হয় তাহলে সমস্যা আরো বাড়বে। এমনটাই মনে পরছে দেশের বুদ্ধিজীবী মানুষেরা। বর্তমানে এলপিজি গ্যাসের যা দাম, তা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গে গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়ে গেছে।
সহজে কিন্তু এলপিজি (LPG) কানেকশন পাওয়া যায় না। অনেক কাঠখড় পোড়ানোর পর কানেকশন পাওয়া যেত। এখন যত সহজে মানুষ গ্যাস ব্যবহার করছে, আগে কিন্তু তা সম্ভব ছিল না।
বর্তমানে গ্যাস বুকিং করার তিনদিনের মধ্যেই বাড়িতে ডেলিভারি পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। ২০১৬ সালের পর থেকে এখনো পর্যন্ত ১০৪ শতাংশ এলপিজি গ্রাহকের সংখ্যা বেড়েছে। গোটা দেশে ৩২ কোটি জনগণ এলপিজি (LPG) গ্যাস ব্যবহার করে থাকেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PRADHANMANTRI UJJWALA YOJANA) আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা বিনামূল্যে রান্নার গ্যাস পেয়ে থাকেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২ কোটির বেশি মহিলা এই সুবিধা পাচ্ছেন। যা খুব শীঘ্রই ৫ কোটির মাইল ফলক স্পর্শ করতে পারে। জানা যাচ্ছে এবার থেকে ১৪ কিলো রান্নার গ্যাস ১৯ কিলো বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি ৫ কিলোর সিলিন্ডার পাওয়া যাবে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না। প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ।