নিউজঅর্থনীতি

SBI: বাড়িতে বসে মাত্র 5 মিনিটে 10 লাখ টাকার লোণ, এইভাবে আবেদন করুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়

বড় অ্যামাউন্টের লোন নেওয়ার পরিকল্পনা রয়েছে? ভাবছেন কোথা থেকে নেবেন? আর চিন্তা-ভাবনা নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBIএই সুযোগ দিচ্ছে গ্রাহকদের। অনলাইনে আবেদন করলে পাওয়া যাবে বড় অ্যামাউন্টের লোন। কিভাবে, কোথায় করবেন জেনে নিন এই প্রতিবেদনে।

মূলত এসবিআই ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে কিছু শর্ত মানতে হবে গ্রাহকদের। তবে পাওয়া যাবে এসবিআই লোন। কি কি শর্ত মানতে হবে? পার্সোনাল লোন নিতে গেলে গ্রাহকদের SBI ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। সিভিল স্কোর ভালো হতে হবে। সরকার কর্মচারী হতে হবে। তবে ব্যক্তিগত ঋণ পাওয়ার জন্য ব্যাঙ্ক থেকে অনুমোদন পাবে সেইসব গ্রাহকরা।

এবারে জেনে নেওয়া যাক কত পরিমাণ লোন, কিভাবে পাওয়া যাবে? মূলত এসবিআই থেকে কতটা পরিমাণ লোন পাওয়া যাবে নির্ভর করবে সেই ব্যক্তি কিভাবে আবেদন করছে তার ওপর। তবে যেতে হবে না ব্যাঙ্কে, অনলাইনে করা যাবে এই ঋণের আবেদন।

এক্ষেত্রে বলা যায়, কোনো ব্যক্তি যদি ৫০ হাজার টাকার লোন নিতে চান তাহলে সেই ব্যক্তিকে এসবিআই-এর অধীনে থাকা প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ৫ মিনিটের মধ্যেই ঋণ পেয়ে যাবেন সেইসব ব্যক্তিরা। অন্যদিকে, কোনো ব্যক্তি যদি ১০ লাখ বা তার বেশি লোন নিতে চান সেক্ষেত্রে তারা ব্যক্তিগত লোন নিতে পারেন।

প্রধানত, ৪টি ধাপ অনুসরণ করে এই ঋণ পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও এসবিআই থেকে ঋণের জন্য Yono অ্যাপের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। তবে এই ঋণের জন্য আবেদন করার সময় সেই ব্যক্তির থেকে ব্যাঙ্ক কিছু নথিপত্র চাইবে। তাই চিন্ত-ভাবনা না করে বড়ো অ্যামাউন্টের লোন নিতে চাইলে আবেদন করুন SBI-এ।