শিবরাত্রিতে শিবের বদলে সূর্যের মাথায় জল ঢালল দীপা, তবে কি এবার মিলিত হবে সূর্য-দীপা?

বর্তমান সময়ে টিআরপি তালিকায় রাজ করে চলা এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিক দর্শকদের যেমন আকর্ষণ করছে, এর পাশাপাশি এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপাও দর্শকদের তাদের প্রতি বেশ আকর্ষিত করে তুলছে। তবে সম্প্রতি এই ধারাবাহিকের এক নতুন চমক ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে তা এখনো পর্যন্ত টিভিতে সম্প্রচার হয়নি। যা দেখে খুবই খুশি অনুরাগীরা। কি সেই মুহূর্ত? চলুন জেনে নেওয়া যাক।
সাম্প্রতিক সময়ে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য এবং দিপার দুটি মেয়ে সোনা ও রুপাকে। মূলত তারাই এই ধারাবাহিককে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এছাড়াও, এই ধারাবাহিকে দেখা যাচ্ছে সূর্য এবং দীপার মধ্যে বোঝাপড়া না হওয়া সত্বেও বারবার ঘটনাচক্রে তারা একে অপরের কাছাকাছি চলে আসছে। আর এই মুহূর্তগুলোই দর্শকদের বেশ আকৃষ্ট করছে। তবে সম্প্রতি শিবরাত্রির এক দুর্দান্ত মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে শিবের বদলে সূর্যের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে দীপাকে। বিষয়টা ঠিক কি? তা বিস্তারিত হবে আলোচনা করা হয়েছে নিম্নে।
নেটদুনিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটিজেনরা দেখে খুবই খুশি। এর পাশাপাশি তারা তাদের নানারকম মতামত এই ভিডিওতে প্রকাশ করেছে। অনেকেই মজা করে বলেছেন, এই ধারাবাইকে সূর্যকে সবসময়ই মাথা গরম অবস্থায় দেখা যায়। তাই দীপা যদি সূর্যের মাথায় শিবরাত্রি বারের দিন জল ঢালে তাহলে সূর্যের মাথা একটু ঠান্ডা হবে।
এবার চলুন ভিডিওটির আসল ঘটনাটা জেনে নেওয়া যাক। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, শিবরাত্রি উপলক্ষে এক মন্দিরে শিবের মাথায় জল ঢালতে এসেছে দীপা। ঘটনাক্রমে সেখানেই বিনিমূল্যে রোগীদের চিকিৎসা করতে আসে সূর্য। আর তখনই মন্দিরে যাওয়ার পথে এক বৌদির সাথে ধাক্কা লেগে দীপার হাতের জল পড়ে যায় সূর্যের মাথায়। যা দেখে হতবাক হয়ে যায় সূর্য। আর সেই মুহূর্তই ভাইরাল হয় নেটদুনিয়ায়। তবে এরপর কি ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে অনুরাগীদের।