টেক নিউজনিউজ

Maruti Suzuki: মাত্র এক লিটার তেলেই চলবে ৩০-৪০ কিমি! সস্তায় বাজার কাঁপাতে আসছে মারুতির এই গাড়ি

ভারতীয় বাজারে এখন বেশ কয়েকটি গাড়ির চাহিদা রয়েছে ভিলোই। বর্তমানে SUV (sport utility vehicle) গাড়ি উপলব্ধ থাকলেও, গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম এমন স্বয়ংসম্পূর্ণ গাড়ি নেই। তাছাড়া জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের জন্য মানুষ এখন গাড়ি কিনতেই ভয় পাচ্ছে। এই কারণে বেশ কিছু সময় ধরে ডিজেল ও পেট্রল চালিত গাড়ির চাহিদা কমেছে। তার জায়গায় দুর্দান্ত হারিয়ে বিক্রি হচ্ছে ইলেকট্রিক গাড়ি।

বর্তমানে ভারতীয় বাজারে বেশ কিছু SUV গাড়ি উপলব্ধ রয়েছে। সেগুলি সর্বোচ্চ ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। তবে মারুতি সুজুকি করতে সম্প্রতি একটি গাড়ি লঞ্চ হতে চলেছে, যেটি প্রতি লিটারে ৩৫ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার রাস্তায় যেতে পারে। জানা যাচ্ছে ২০২৪ -এর প্রথম দিকেই এই গাড়ি ভারতীয় বাজারে লঞ্চ হবে।

এটি হ্যাচ ব্যাক সুইফট -এর নতুন ভেরিয়েন্ট। এই গাড়িতে ১.২ লিটারের তিনটি সিলিন্ডার যুক্ত পেট্রোল ইঞ্জিন থাকবে। এছাড়াও এতে অত্যাধুনিক সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। যেমন এতে থাকবে বিশাল আকৃতির ডিসপ্লে (display)।

এই ডিসপ্লের মাধ্যমে এই গাড়ির সমস্ত ইনফোটেনমেন্ট সিস্টেমের (infotainment system) কাজ হবে। পাশাপাশি এতে পেয়ে যাবেন সুজুকি ভয়েস অ্যাসিস্ট (voice assist), এন্ড্রয়েড অটো (Android auto) ও অ্যাপেল কার প্লে সাপোর্ট (Apple car play support), সফটওয়্যার আপডেটের সুবিধা, আধুনিক ডিজাইনের চাকা, নতুন বডি প্যানেল, কালো রংয়ের পিলার ও উপরে লাগানো স্পয়লার। এই দুর্দান্ত গাড়িটির ন্যূনতম মূল্য প্রায় ৬ লাখ টাকা। আর সর্বোচ্চ মূল্য হচ্ছে ৯ লাখ টাকা। যদি এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে পুরো মূল্য জানানো হয়নি।‌