অফবিট

ছবিতে থাকা জুতো গুলোর মধ্যে কোনটি আলাদা? বেশিরভাগ মানুষ বলতে পারবে না

দুই ধরনের মানুষ আছেন। যারা ম্যাজিক শো দেখে অনায়াসে হাততালি দিয়ে ওঠেন। এবং দ্বিতীয়, যারা ” কি হে! এ তো চোখের ভ্রম ” বলে ব্যাঁকা হাসি হাসেন। আসলে ম্যাজিক একটি ভ্রমই বটে। যাকে একটু বিজ্ঞানের ভাষায় ” অপটিক্যাল ইলিউশন ” বা, ” চোখের ধাঁধা ” বলে থাকি। চলুন, আজকে এমনই একটি ধাঁধার সমাধান করি।

ছবিতে একাধিক হাই-হিল জুতো সারি সারি করে রাখা আছে। একটি মজার ব্যাপার জানেন? যেই হাই-হিল আজকে মেয়েদের পায়ে শোভা পায়, সেটি আজ থেকে কয়েকশো বছর আগে পুরুষদের জন্য বানানো হয়েছিল ঘোড়া চালানোর অর্থে।

এবার আসি মূল খেলায় । জুতো গুলোর মধ্যে একটি জুতো সবার থেকে আলাদা। আপনাকে সেটা খুঁজে বার করতে হবে। অনেকেই এই ছবির দিকে একনাগাড়ে তাকিয়ে থেকে বিভ্রান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন। যদি আপনার চোখ আলাদা জুতোটির দিকে আঙুল ওঠাতে সক্ষম হয়, ভেবে নেবেন আপনার দৃষ্টিশক্তি দুর্দান্ত। হাল ছেড়ে দেওয়া পাবলিকদের সামনে কলার উঠিয়ে হাঁটার একটা বড়ো স্কোপ পাবেন হ্যাঁ !

পেয়েছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন উপর থেকে তিন নম্বর সারির; বাঁ দিক থেকে দ্বিতীয় জুতোটি আলাদা। ওই দেখুন জুতোটির কিন্তু হিল নেই এবং বাকিগুলোর আছে। কি ঠিক তো?

দৈনিক ধাঁধা সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এমনটি দাবি করেছেন তাবড় তাবড় মনবিজ্ঞানীরা। এরকমই মজাদার ধাঁধা পেতে যুক্ত থাকুন আমাদের পেজে।