
অতিমারি করোনার পর থেকে কম-বেশি সকলেরই অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। তবে বর্তমানে মানুষ ধীরে ধীরে আবারো আর্থিক দিক থেকে চাঙ্গা হয়ে উঠছে। অর্থ সঞ্চয় করার জন্য সঠিক জায়গায় বিনিয়োগের পরিকল্পনাও করছেন। এক্ষেত্রে পোস্ট অফিসে (Post Office) রয়েছে এক দুর্দান্ত স্কিম। যে স্কিমে অর্থ বিনিয়োগ করলে কয়েক বছরের মধ্যেই হওয়া যাবে কোটি কোটি টাকার মালিক। তাই চলুন সময় নষ্ট না করে সেই স্কিম (Scheme) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেখানে বিনিয়োগ করলে হওয়া যাবে কোটিপতি।
ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসে রয়েছে বিভিন্ন ধরনের স্কিম। যেখান থেকে পাওয়া যায় ভালো রিটার্ন। মূলত গ্রামীণ মানুষদের জন্যই পোস্ট অফিসে এইসব বিনিয়োগ স্কিম চালু করা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, পিপিএফ প্রভৃতি পোস্ট অফিসের স্কিমগুলি থেকে গ্রাহকদের ভালো রিটার্ন পাওয়ার সুবিধে রয়েছে। তবে তার মধ্যে এক অন্যতম স্কিম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Profident Fund) বা পিপিএফ।
কোটি কোটি টাকা আয় করার এক দুর্দান্ত স্কিম হল এই PPF। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ হাড়ে সুদ দেওয়া হচ্ছে। প্রতিমাসে বিনিয়োগকারী যদি এই স্কিমে বিনিয়োগ করতে থাকেন তাহলে ৩০ বছর পরে তিনি এই স্কিম থেকে কোটি কোটি টাকা আয় করতে পারবেন। তার জন্য বিনিয়োগকারীকে দিন প্রতি ৬৬৬ টাকা হিসেবে প্রতি ৮,০০০ টাকা সঞ্চয় করতে হবে। যে টাকার পরিমাণ অনুযায়ী তিনি ৩০ বছরে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন।
হিসাব অনুযায়ী বিনিয়োগকারী যদি এই পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে যদি ৮,০০০ টাকা জমা করেন এক্ষেত্রে ৩০ বছর পর তিনি সুদ সমেত ফেরত পাবেন ৯৮.৮৮ লক্ষ টাকা। যার মধ্যে বিনিয়োগের পরিমাণ থাকবে ২৮.৮০ লাখ টাকা এবং সুদের পরিমাণ থাকবে ৭০.০৮ লাখ টাকা।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার পরবর্তী সময়ে বাড়তেও পারে অথবা কমতেও পারে। আর সেই হ্রাস-বৃদ্ধির ওপর নির্ভর করবে আপনার কোটিপতি হওয়ার সুযোগ। যদি সুদের হার বৃদ্ধি পায় তাহলে ৩০ বছরের আগেই কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকবে বিনিয়োগকারীর। অন্যদিকে, যদি সুদের হার কমে যায় তাহলে কোটিপতি হওয়ার সময়টা আরো বেশি হবে।