বিনোদন

মহাগুরু মিঠুন চক্রবর্তীর গ্র্যান্ড এন্ট্রিতে কুপোকাত রচনা!

চলতি সপ্তাহে ‘দিদি নাম্বার ১’-কে হারিয়ে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’। তবে টিআরপি তালিকার প্রথমে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। কয়েক মাস ধরেই এই ধারাবাহিককে টেক্কা দিতে পারছে না কোনো ধারাবাহিক। তবে গ্রান্ড ওপেনিং-এর মাধ্যমেই ‘দিদি নাম্বার ১’-কে হারিয়ে ৭.৬ রেটিংয়ে শীর্ষস্থান দখল করল ‘ডান্স বাংলা ডান্স’।

প্রসঙ্গত, বহু বছর ধরে জি বাংলায় একটানা চলছে এই ‘দিদি নাম্বার ১’। যাকে কেউ টক্কর দিতে পারেনি। তবে সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ওপেনিং-এর পরই টিআরপি তালিকায় ভাটা পড়েছে ‘দিদি নাম্বার ১’ শো-এর। টিআরপি তালিকার প্রথম থেকে নেমে দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘দিদি নাম্বার ১’। সেক্ষেত্রে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’।

মূলত, মহাগুরু মিঠুন চক্রবর্তীর ‘ডান্স বাংলা ডান্স’-এ ফিরে আসাতেই এই চমক দেখা গেছে টিআরপি তালিকায়। দর্শকরা বারংবারই মিঠুন চক্রবর্তীকে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ দেখার কথা প্রকাশ করেছে। আর সেই কথা মাথায় রেখেই ২০২৩-এর জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ ফিরে এসেছে মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে পূর্বে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এ দেখা মিলেছিল মহাগুরুর।

তবে অন্যদিকে নন ফিকশন শো-এর মধ্যে শীর্ষস্থানে জায়গা দখল করতে পারছে না স্টার জলসার ‘সুপার সিঙ্গার’। যে শোয়ে বিচারক আসনে দেখা যাচ্ছে রুপম ইসলাম, মোনালি ঠাকুর এবং শানকে। এছাড়াও, চলতি সপ্তাহে টিআরপি তালিকার মধ্যে ‘ঘরে ঘরে জি বাংলা’ নেমে এসেছে নিম্নতলে। যেখানে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে অপরাজিতা আঢ্য এবং ইন্দ্রানী হালদারকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি রেটিং

নন ফিকশনের টিআরপি তালিকা-

ডান্স বাংলা ডান্স (৭.৬)

দিদি নম্বর ১ সানডে ধামাকা (৬.৪)

সুপার সিঙ্গার ৪ (৪.০)

ঘরে ঘরে জি বাংলা (১.২)।