নিউজ

OYO-র চেয়ে সস্তায় ঝা চকচকে হোটেল দিচ্ছে রেল! বাজেট ফ্রেন্ডলি হোটেলের পরিষেবা জানলে চমকে যাবেন

ট্রেন থেকে নেমে একদিন বা দুদিনের বিশ্রামের জন্য আর সমস্যায় পড়তে হবে না ট্রেন যাত্রীদের। সম্প্রতি সেরকমই জানা গেল রেল দপ্তর তরফে। যেসব ব্যক্তিরা কোনো কাজের সূত্রে ট্রেন পরিবহনের মাধ্যমে কোনো স্থানে যায়, সেই স্থানে তাদের একদিন কি দুদিন কাটাতে হয়। আর তার জন্য তাদের হোটেল খুঁজতে হয়রানিতে পড়তে হয়। তাই তাদের কথা ভেবেই সম্প্রতি রেলওয়ে দপ্তর স্টেশন চত্বরেই চালু করতে চলেছে সাশ্রয়ী মূল্যে যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা। যেখানে থাকবে আরো নানান সুযোগ সুবিধা।

প্রসঙ্গত, দিল্লির স্টেশনগুলি বা অন্যান্য ষ্টেশনগুলির আশেপাশের OYO সহ আরও অন্যান্য যেসব হোটেল থাকে সেইসব হোটেলের দালালরা ট্রেন যাত্রীদের হোটেল পাইয়ে দেওয়ার নাম করে নানান সমস্যায় ফেলেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় একদিন বা দুদিন কাজের সূত্রে আসা ট্রেন যাত্রীদের। তবে সেই সমস্যা দূর করতেই ট্রেন যাত্রীদের কথা ভেবে স্টেশন চত্বরেই কম মূল্যে আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা করতে চলেছেন রেলওয়ে। যেখানে ট্রেন যাত্রীরা এসে থেকে তাদের একদিন বা দুদিনের কাজ সেরে আবার তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে।

জানা গিয়েছে, এই স্লিপিং পডের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দিল্লির রেল স্টেশনগুলিতে। তবে এর পাশাপাশি আনন্দ বিহার টার্মিনাল, হযরত নিজামুদ্দিন সহ অন্যান্য স্টেশনগুলিতে এই নয়া ব্যবস্থা চালু হওয়ার কথা চলছে বলে জানা গিয়েছে। মূলত, যাত্রীদের সুবিধার কথা ভেবেই খুবই কম মূল্যে এই ব্যবস্থা প্রদান করার কথা ভাবছে রেল কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই বিশ্রাম ব্যবস্থার ভাড়া কত। তবে আগামী সপ্তাহেই সেই দরপত্র ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর জানা গিয়েছে, পুরানো দিল্লির স্টেশনগুলি থেকে শুরু হবে এই সুবিধা প্রদান। আরামদায়ক বিশ্রামের পাশাপাশি থাকবে আরো নানান সুযোগ সুবিধা। এই স্লিপিং পডের ব্যবস্থায় থাকবে টয়লেটের ব্যবস্থা, ইন্টারনেট ও ফোন চার্জিং-এর ব্যবস্থা। তবে যাত্রীদের খাবারের জন্য তাদের যেতে হবে ক্যাটারিং স্টলে। বা খাবার অর্ডার দিয়ে আনিয়েও খেতে পারে যাত্রীরা। এই স্লিপিং পডে মূলত এক থেকে দুই জন যাত্রী থাকতে পারবে।