‘আদিলের তর সইল না…’ স্বামীর কোন নির্মকভুলে মিসক্যারেজ হলো রাখির?

নতুন বছরেই রাখি (Rakhi)-কে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে আদিল দুরানি খান (Adil Durrani Khan)। তবে কিছুদিন যেতে না যেতেই সাংসারিক ঝামেলা সৃষ্টি হয়েছে রাখি-আদিলের মধ্যে। আদিলের নামে বিভিন্ন অভিযোগ তুলেছে রাখি। এমনকি জানা গিয়েছে, রাখির গর্ভে এসেছিল আদিলের সন্তান। তবে তা নষ্ট হয়ে গিয়েছে। তবে সম্প্রতি সেই নষ্ট হওয়ার কারণ প্রকাশ্যে আনলেন রাখি। তাঁর চোখে আসামি হয়ে উঠেছে আদিল।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিগবসে থাকাকালীন আদিলের সাথে বিবাহ হয় রাখির। পরবর্তীতে সেই কথা স্বীকার করেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অন্যদিকে, সেই কথা অস্বীকার করে রাখির স্বামী আদিল। সেই নিয়ে নানান দুশ্চিন্তায় পড়ে রাখি। এমনকি বিগ বাসে থাকাকালীন রাখি জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তবে তা বিশ্বাস করেনি অনেকে। তবে সাম্প্রতিক সময়ে তার মিসক্যারেজের কথা প্রকাশে আনলে সকলেই বিশ্বাস করেন যে রাখি তখন সত্যি কথাই বলেছে।
কয়েক মাস আগেই অস্ত্র প্রচার হয় রাখির শরীরে। মাতৃবিয়োগ হয় রাখির। তবে তাঁর এই মাতৃবিয়োগের জন্য তিনি দায়ী করেছেন তাঁর স্বামী আদিলকে। এই বিষয়ে রাখি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি যখন বিগবসে অংশ নেন চিকিৎসক তাকে বলেছিল তারা যাতে কোনো শারীরিক সম্পর্ক না করে। কিন্তু অন্যদিকে রাখি জানায়, তার স্বামী ধৈর্য ধরতে পারেনি। এ বিষয়ে ডাক্তার বলেছিল, যদি রাখি গর্ভবতী হয় তাহলে রাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। পরবর্তীতে চিকিৎসকের কথাই সত্যি হয়। রাখি অন্তঃসত্ত্বা হয়।
বিগবস অংশ নেওয়ার পর রাখি এই বিষয়ে সকলকে জানিয়েছিল। কিন্তু এই বিষয়টি পুরোটাই অস্বীকার করে যায় আদিল। তারপরেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ে রাখির। দুশ্চিন্তায় জর্জরিত হয়ে পড়ে রাখি আর সেই চাপেই মিসক্যারেজ হয় রাখির গর্ভের সন্তান। সাম্প্রতিক সময়ে সাংসারিক ঝামেলা এবং মিসক্যারেজ সবকিছু নিয়ে দুঃখে জর্জরিত হয়ে পড়েন রাখি। অন্যদিকে, স্বামীর পরকীয়ার কথাও সংবাদমাধ্যমে জানায় এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত এই দম্পতির জীবন কোন পথে এগোই সেটাই দেখার বিষয়।