44 বছরে ফের মা হতে চলেছেন রানী মুখার্জি! সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী

চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন রানী মুখার্জি (Rani Mukherjee)। যিনি বাংলা-হিন্দি উভয় ছবিতে অভিনয় করেছেন। অন্যান্য অভিনেত্রীর তুলনায় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে খুব একটা আসেন না। অর্থাৎ তিনি সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আস্তে পছন্দই করেন না। তবে সম্প্রতি তাঁর এক ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রানী মুখার্জি। তাঁকে নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটজনতার মনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী রানী মুখার্জির বেশ কিছু ছবি। যে ছবিতে অভিনেত্রী রানী মুখার্জিকে একটি সবুজ রঙের চুড়িদার পড়ে থাকতে দেখা গেছে। আর সেই ছবিতে বঙ্গকন্যার বেবি বাম্প স্পষ্ট হয়েছে। যা দেখে নেটজনতা মনে করেছে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। তবে সত্যিই কি তাই? নাকি পুরোটাই ভুয়ো? এই নিয়ে তুমি জল্পনা চলছে নেটমহলে।
তবে সূত্রের খবর জানা গেছে, অভিনেত্রী রানী মুখার্জির এই গর্ভবতী হওয়ার খবর পুরোটাই মিথ্যা। অর্থাৎ অভিনেত্রী রানী মুখার্জি দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন না। তাঁর পেট মোটা হওয়ার কারণে চুরিদারের উপর দিয়ে এই ছবি স্পষ্ট হয়েছে। তবে শুধু রানী মুখার্জি নয়, আগে বহু অভিনেত্রীকে নিয়ে এরকম ভুয়ো খবর রটেছে নেটদুনিয়ায়। কারণ বয়সের সাথে সাথে প্রত্যেক মানুষেরই পেটে মেদ জমে। আর সেই কারণেই অভিনেত্রীদের এই চেহারা দেখে মনে করেন তারা গর্ভবতী হয়েছেন। তবে তা পুরোটাই ভুল।
প্রসঙ্গত, ২০১৪ সালে সাত পাকে বাঁধা পরে বঙ্গকন্যা রানী মুখার্জি। আদিত্য চোপড়ার সাথে বিবাহ হয় বঙ্গকন্যার। তারপরে ২০১৫ সালে আদিত্য-রানীর কোল জুড়ে আসে তাদের মেয়ে আদিরা। সাম্প্রতিক সময়ে মেয়েকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে জীবন কাটছে এই জুটির।