বোনকে ফেরাতে ‘মিঠাই’-এ এন্ট্রি “পুলিশ দাদা” রুদ্রর, নতুন চমক মোদক পরিবারে

বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। যার সাম্প্রতিক সময়ে স্লট টাইম ৬ টা। প্রথম দিকে এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষস্থানে অবস্থান করলেও মাঝখানে টিআরপি তালিকার তলানিতে অবস্থান করছে এই ধারাবাহিক। তবে টিআরপি তালিকা স্থান দখল করার জন্য মোড় ঘুরেছে এই ধারাবাহিকের। হারিয়ে যাওয়া মিঠাইকে ফিরে পেতে চলেছে মোদক পরিবার।
প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকে বহুদিন আগে আগুনে ভষ্মিভূত হয়ে মারা গিয়েছে মিঠাই। পরবর্তীতে মিঠাইয়ের মতোই হুবহু দেখতে মিঠি নামক এক চরিত্র এন্ট্রি করেছে ‘মিঠাই’ ধারাবাহিকে। যে সিড-মিঠাইয়ের পুত্র শাক্যর টিউটর হিসেবে মোদক বাড়িতে রয়েছে। তবে সম্প্রতিক এই ধারাবাহিকে দেখা যাচ্ছে মৃত মিঠাই ফিরে এসেছে। সাথে রয়েছে তার এবং সিডের মেয়ে মিষ্টি। তবে দুঃখের বিষয় সকলের কাছে থেকেও তাকে খুঁজে পাইনি মোদক পরিবার। স্মৃতি হারিয়েছে মিঠাই।
তবে অন্যদিকে, এই ধারাবাহিকে দেখা যাচ্ছে মিঠাইয়ের সাথে মোদক পরিবারের কারোর দেখা না পেলেও সিডের সাথে ভালো বন্ধুত্ব জমে উঠেছে মিঠাইয়ের মেয়ে মিষ্টির। তবে এদিন শিবরাত্রিতে কাছে এসেও দেখা মেলেনি মিঠাই এবং সিদ্ধার্থর। এই ধারাবাহিকে দেখা যায় শিবের মন্দিরে মিঠাইকে দেখতে পায় সিদ্ধার্থ। কি করবে বুঝে উঠতে না পেরে মিঠাইকে সরিয়ে দেয় রনির দলবল। তারপরে মিঠাইকে কাছে পেয়েও হারিয়ে ফেলে সিদ্ধার্থ।
তবে অন্যদিকে, দেখা যায় মিঠাইকে সরিয়ে রনি মিঠাইকে হুমকি দিয়ে বলে সে যদি সিদ্ধার্থর সাথে দেখা করে তাহলে তার মেয়ে মিষ্টিকে তারা মেরে ফেলবে। মিঠাই ফিরে এলেও তার স্মৃতিতে নেই পূর্বে ঘটা কোনো কিছু মুহূর্ত। তবে পূর্বে মোদক পরিবারকে সে যেমন সবকিছু বিপদ থেকে রক্ষা করেছে, তেমন মেয়েকে রক্ষা করতেও তৎপর হয়ে উঠেছে মিঠাই। তবে এখন এই মুহূর্ত দেখে দর্শকদের অনুমান মিঠাইকে উদ্ধার করতে হয়তো ধারাবাহিকে ফিরতে দেখা যাবে সিডের বন্ধু তথা বোনের স্বামী রুদ্রকে। তবে রুদ্র ফিরে আসে কি সেটার অপেক্ষাতেই অনুরাগীরা।