বিনোদন

ভ্যাকেশন মুডে রুদ্রজিৎ-প্রতিমা, ট্রেন্ডিং গানে সমুদ্র সৈকতে রোমান্টিক নাচ মিষ্টি দম্পতির, উত্তেজনা নেটমহলে

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি হল রুদ্রজিৎ-প্রতিমা (Rudrajit-Pratima)। যাদের একসাথে নায়ক-নায়িকার রোলে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে। আর সেখান থেকেই তাদের ভালোবাসার সূত্রপাত ঘটে। আর সেই ভালোবাসা তাদের বৈবাহিক জীবনে পরিণতি পায় গত দু’বছর আগে। সাম্প্রতিক সময়ে এই জুটি রয়েছে ভ্যাকেশন মুডে। যা তাঁরা তাঁদের অনুরাগীদের জানিয়েছেন এক ভিডিও শেয়ারের মাধ্যমে।

বর্তমান সময়ে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই ফেসবুক, ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে বেশ পারদর্শী। সম্প্রতি সেরকমই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ট্রেন্ডিং গানে রিল ভিডিও বানালেন রুদ্রজিৎ-প্রতিমা। যা দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা। তবে এই প্রথম নয়, এর আগেও নানান ট্রেন্ডিং গানে ভিডিও বানিয়েছে এই দম্পতি। তবে সম্প্রতি নতুন ট্রেন্ডিং সং ‘Tum Tum’ গানে সমুদ্র সৈকতে কোমর দোলাতে দেখা গেল এই জুটিকে।

নেটদুনিয়ায় এই ভিডিওটি রুদ্রজিৎ পোস্ট করে ক্যাপশনে লেখেন, “ভ্যাকেশন মুড”। এখান থেকেই বোঝা যায় তাঁরা এখন ছুটি কাটাচ্ছেন। নেটদুনিয়ায় শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় সমুদ্র সৈকতে বালিয়াড়িতে কখনো সমুদ্র সৈকতে জলের মধ্যে “তুম তুম” গানে কোমর দোলাচ্ছেন এই জুটি। ভিডিওটিতে রুদ্রজিতের পরনে দেখা যায় প্রিন্টেড নীল-সাদা রঙের শার্ট এবং নীল প্যান্ট। অন্যদিকে, প্রতিমার পরনে দেখা যায় হলুদ রঙের টপ এবং নীল রঙের স্কার্ট।

প্রসঙ্গত, ২০২১ সালে ভ্যালেন্টাইন্স ডে-এর দিন সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। পেরিয়েছে তাঁদের বিবাহের দুটি বছর। আর সেই বিবাহবার্ষিকী কাটাতেই তাঁরা পৌঁছে গেছেন সমুদ্র সৈকতে। অভিনয়ের পাশাপাশি এই জুটি সোশ্যাল মিডিয়াতে যে বেশ ভালোই অ্যাকটিভ থাকে তা তাঁদের পোস্ট দেখলেই বোঝা যায়। তাঁদের সব মুহূর্তই তাঁরা শেয়ার করে নেন তাঁদের অনুরাগীদের সাথে। তাই এই মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করতে ভুললেন না এই জুটি। যা দেখে মুগ্ধ তাঁদের ভক্তমহল।