বিনোদন

মুসলিম হয়েও শিব-বন্দনা! “জাহান্নামে যাবে”, রোষের মুখে নবাব কন্যা সারা

বলিউডের তারকা সন্তানদের প্রতি আগ্রহ সর্বদাই একটু বেশি সাধারণ মানুষদের। এমনই বেশ কিছু প্রথম সারির তারকা সন্তানদের মধ্যে একটি অন্যতম নাম সারা আলি খান। যদিও বাকিদের তুলনায় সারা আলি খান একটু অন্যরকম। সুশান্ত সিং রাজপুতের সাথে ‘কেদারনাথ’ ছবির হাত ধরে বলিউডে প্রথম পা রাখেন তিনি।

সারা আলি খান বলিউড বিখ্যাত সাইফ আলী খান ও অমৃতার কন্যা। তাদের দুজনের ডিভোর্স হওয়ার পর তিনি মায়ের কাছেই লালিত পালিত হন। তবে বাবার সঙ্গে সম্পর্ক বেশ ভালো। জন্মসূত্রে পতৌদি পরিবারের রাজকন্যা তিনি। তবে রাজ পরিবারে বদ্ধ হয়ে বিলাসবহুল জীবনযাত্রার চেয়ে খোলা আকাশে সারা পৃথিবীময় ঘুরে বেড়াতে বেশি ভালোবাসেন তিনি।

কামাখ‍্যা মন্দির, কাশী বিশ্বনাথ ধাম, কেদারনাথ, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, প্রমূখ জায়গায় তিনি ইতিমধ্যে ভ্রমণ করেছেন। প্রতিবছর সাধারণ মানুষের মতোই তিনি শিবরাত্রির উদযাপন করেন, ভক্তি ভরে শিব ঠাকুরকে পুজো করেন। এই বছরও তিনি শিবের আরাধনায় ব্রতী হন এবং সেই ফটো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

এই বছর শিবরাত্রির ফটো শেয়ার করার সাথে সাথে নেট দুনিয়ায় তোলপার শুরু হয়। যেহেতু সারা আলি খান জাতিতে মুসলিম, তাই শিবরাত্রি অর্থাৎ হিন্দু ধর্মে উদযাপিত পুজো তাদের ধর্ম বিরোধী। সেই জন্য বহু নেটিজেনরা নানা রকম কটুক্তিমূলক বাক্যে জর্জরিত করেন। কেউ বলেন তার ঠাঁই হবে জাহান্নামে। কেউ বলেন মুসলিম ও হিন্দু দুটো একসঙ্গে পালন করা সম্ভব নয়, তাই যেকোনো একটা ধর্মই পালন করুক।

যদিও একাধিক নেটিজেনরা তার এই শিবপূজোকে নিয়ে ব্যঙ্গ করেছেন, অনেক খারাপ মন্তব্য করেছেন। তবে বেশ কিছু নেটিজেনরা তাকে প্রশংসিত করেছেন। একজন মুসলিম হয়েও হিন্দু ধর্মের প্রতি এতটা শ্রদ্ধা সত্যি প্রশংসা যোগ্য।