নিউজ

হু হু করে কমবে রান্নার গ্যাসের খরচ, দমদার পথ আবিষ্কার করলেন আমাদের দেশের বিজ্ঞানীরা!

এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) প্রতিটি ঘরের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সিলিন্ডার না থাকলে ঘরে ঘরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তবে যতই দিন যাচ্ছে, সিলিন্ডারের দাম ততই বেড়ে চলেছে। এর ফলে নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির পক্ষে ভীষণ চাপের হয়ে দাঁড়িচ্ছে এলপিজি সিলিন্ডার কেনা। তবে এখন সিলিন্ডার বাদ দিয়ে উনুনে রান্না চাপানোটাও সম্ভব হয়ে উঠবে না। তাই এই সকল সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিজ্ঞানীরা এলপিজি সিলিন্ডারের একটি বিকল্প ব্যবস্থা এনেছেন।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL /Bharat Petroleum Corporate R&D Centre) বিজ্ঞানীরা বহুদিন ধরে গবেষণা করে এমন একটি উন্নত প্রযুক্তির চুল্লি আবিষ্কার করেছেন যা, গ্যাসের খরচ কমাবে হু হু করে। এই চুল্লির সঙ্গে পূর্বের কোন চুল্লির তুলনা করা চলে না। তার কারণ এটি পূর্বের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ নতুন প্রযুক্তি ও বৈশিষ্ট্যে তৈরি।

এই চুল্লি থার্মাল এফিসিয়েন্সির সাহায্যেই ৭৪ শতাংশ পর্যন্ত কাজ সম্পন্ন করবে। এই অত্যাধুনিক চুল্লির নামকরণ করা হয়েছে – ভারত হাই-স্টার স্টোভ। যদি কোন পরিবার এই চুল্লি ব্যবহার করেন, তবে তাদের মাসে একটি করে সিলিন্ডার কম লাগবে। এর ফলে হিসাব করে দেখা গেছে বছরে প্রায় ১২ টি সিলিন্ডার কম লাগবে। যার ফলে আপনার ১২ টি সিলিন্ডারের টাকা বেঁচে যাবে।

তবে এই চুল্লির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো – এই চুল্লি যত বেশি ব্যবহার করা হবে তত এটি গ্যাস কম খরচ করতে সাহায্য করবে। এই চুল্লি ২ থেকে ৫ বছর পর একটির পরিবর্তে দুটি গ্যাস সিলিন্ডার সাশ্রয় করবে। এইভাবে ধীরে ধীরে ৫ থেকে ১০ বছর পর এটি প্রায় তিন থেকে চারটি গ্যাস সিলিন্ডার সাশ্রয় করবে। এর ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবার গুলি গ্যাস বাবদ খরচ অনেক অংশে কমে যাবে।