লাইফস্টাইল

রান্না ঘরের এই সাধারণ মশলাই দূর করবে ত্বকের সমস্যা, মুছে দেবে বার্ধক্যের লক্ষণ

আমরা প্রায়শই ত্বকের নানান সমস্যায় ভুগি। আর তার জন্য বাজার থেকে নানান ধরনের কেমিক্যালস্ কিনে মাখেন অনেকে। কখনও সেগুলি মাখার ফলে হিতে বিপরীত হয়ে যায়। তাই সবসময় ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত। আমাদের রান্নাঘরে একটি খুব সাধারণ মশলার মধ্যে জনপ্রিয় একটি মশলা হল দারচিনি। দারচিনি ত্বকের একাধিক সমস্যা দূর করতে বদ্ধপরিকর।

দারচিনিতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি। ত্বকের প্রদাহ নিবারণ করতে দারচিনি বেশ উপকারী। তাই দেখে নেওয়া যাক কি কি উপায়ে দারচিনি ব্যবহার করা যেতে পারে –

কেউই বুড়ো হতে চায় না। সকলেই চায় তার যৌবন ধরে রাখতে। বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করতে দারচিনি বেশ কার্যকরী। দারচিনি গুঁড়ো করে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ত্বকের উপর মালিশ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

অনেকেরই রয়েছে ব্রণর সমস্যা। তার ফলে দাগ হয়ে যায়। ওই দাগ দূর করার জন্য দারচিনির গুঁড়ো ও মধু মিশিয়ে তা দাগের স্থানে লাগিয়ে কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক মসৃণ ও সুন্দর রাখতে কে না চায়! তবে তার জন্য বেশি পয়সা খরচ করতে হবে না। দারচিনি গুঁড়ো করে সেটি ডিমের সাদা অংশের সঙ্গে মেখে নিয়ে ত্বকে লাগাতে হবে কিছুক্ষণ। জল দিয়ে ধুয়ে ফেললে হাতেনাতে পাবেন ফলাফল।

ত্বকে কোথাও দাগ থাকলে দারচিনি গুঁড়ো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে সেই স্থানে লাগান। মিনিট পনেরো পরে ধুয়ে ফেলুন এবং এটি সপ্তাহে তিন বার করতে পারেন। আপনার দাগ দূর হবে সহজেই।