অফবিট

পুরুষদের এমন কোন জিনিষ যা মোটা হলে বউরা খুশি হয় ও তৃপ্তি পায়?

মানবজাতির কম-বেশি সকলের মধ্যেই সাধারণ জ্ঞান বা বুদ্ধি থাকা আবশ্যক। যেসব ব্যক্তিদের মধ্যে এই সাধারণ জ্ঞান বা বুদ্ধি থাকে তারা যেকোনো পরীক্ষা হোক বা কোনো তর্কবিতর্কের জায়গায় মুহূর্তের মধ্যেই ছক্কা মারতে পারে। যা আশেপাশের মানুষকে চমকে দেয়।

কিন্তু অনেকের মধ্যেই এই সাধারণ জ্ঞান বা বুদ্ধি থাকে না। যার ফলে তারা অনেক জায়গাতেই ব্যর্থ হয়। যেরকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। যেকোনো চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউয়ে এসে অনেকেই ব্যর্থ হয়। তার কারণ সাধারণ জ্ঞান বা বুদ্ধির অভাব।

মূলত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইন্টারভিউয়ে প্রার্থীদের বুদ্ধির প্রশ্ন করা হয়। যার উত্তর খুবই সাধারণ হয়। কিন্তু তা একটু ভেবেচিন্তে দিতে হয়। আর এই উত্তর দিতে অনেক প্রার্থীকে রীতিমতো বেগ পেতে হয়। শুধুমাত্র সাধারণ জ্ঞান বা বুদ্ধির কম থাকার ফলে। তবে যেসব প্রার্থীদের বুদ্ধি ভালো থাকে তারা সহজেই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে পারে। আজকের এই প্রতিবেদনে সেরকমই বেশ কিছু সাধারণ জ্ঞান বা বুদ্ধির প্রশ্নসহ উত্তর আলোচনা করা হয়েছে। তাই আসুন সময় নষ্ট না করে সেই প্রশ্নসহ উত্তরগুলি জেনে নেওয়া যাক।

১) প্রশ্ন – WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর – জেনেভা।
২) প্রশ্ন – কত সালে বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন হয়েছিল?
উত্তর – 1905 সালে।
৩) প্রশ্ন – নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর – মহাপদ্ম নন্দ।
৪) প্রশ্ন – গুপ্ত বংশের রাজাদের রাজধানীর নাম কি?
উত্তর – পাটলিপুত্র। যার বর্তমান নাম বিহারের রাজধানী পাটনা।
৫) প্রশ্ন – ভারতের কোন রাজ্য প্রথম ভারতে করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করেছিল?
উত্তর – হরিয়ানা।
৬) প্রশ্ন – যুদ্ধের বীরত্তের জন্য সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কী?
উত্তর – পরমবীরচক্র।
৭) প্রশ্ন – আফিম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর – ব্রিটেন এবং চীনের মধ্যে।
৮) প্রশ্ন – সর্বপ্রথম কোথায় ইন্টারনেট ব্যবহার করা হয়েছিল?
উত্তর – আমেরিকার প্রতিরক্ষা গবেষণায়।
৯) প্রশ্ন – মহারাষ্ট্র রাজ্যের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর – গোদাবরী নদী।
১০) প্রশ্ন – ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়?
উত্তর – কর্ণাটক।
১১) প্রশ্ন – কোন রাজ্যকে ভারতের প্রাচ্যের প্রবেশদ্বার বলা হয়?
উত্তর – মনিপুরকে।
১২) প্রশ্ন – তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে কোন স্বৈরাচারী শাসক পরাজিত হয়?
উত্তর – মোহাম্মদ ঘোরি।
১৩) প্রশ্ন – নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল শাসক কে ছিলেন?
উত্তর – মোহাম্মদ শাহ।
১৪) প্রশ্ন – স্বামীর কোনটা মোটা হলে স্ত্রীরা ভীষণ খুশি এবং তৃপ্তি পায়?
উত্তর – মোটা টাকা রোজগার। (বিভ্রান্তিকর প্রশ্ন)। ১৫) প্রশ্ন – IBM-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর – International Business Machine।