বিনোদন

“মিঠাই” ছাড়লেন সৌমিতৃষা? নায়িকার পোস্ট ঘিরে জল্পনা ভক্তদের মনে

বর্তমান সময়ে ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সকলের প্রিয় এক অভিনেত্রী হলেন মিঠাই হরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। যার দর্শক সংখ্যা রয়েছে অগণিত। ‘মিঠাই’ ধারাবাহিকে তার মৃত্যুতে কমে গিয়েছিল ধারাবাহিকের দর্শক সংখ্যা। তবে পরবর্তীতে নাটকের মোড় ঘুরিয়ে আবারও দর্শকদের আকর্ষণ করেছে এই ধারাবাহিক। তবে সম্প্রতি সৌমিতৃষার এক পোস্ট ঘিরে আবার ওই ধারাবাহিক নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটমহলে।

সম্প্রতি গত বুধবার নেটদুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছে সৌমিতৃষা। যেখানে একটি ছবিতে লেখা রয়েছে আমি তোমায় খুব মিস করব আমার ঘর। আবার দেখা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। আর এই লেখা ঘিরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটমহলে। অনেকেরই অনুমান ‘মিঠাই’ ধারাবাহিকে আর হয়তো দেখা যাবে না মিঠাই হরফে সৌমিতৃষাকে। তবে সত্যি কি তাই? নাকি এই লেখার পিছনে রয়েছে অন্য কোনো কারণ? চলুন আসল ঘটনা জেনে নেওয়া যাক।

সৌমিতৃষার এই পোস্ট সম্পর্কে জানা গিয়েছে, তিনি ‘মিঠাই’ ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছেন না। আসলে তিনি কয়েকদিনের জন্য চলে গিয়েছেন ঘুরতে। বিশেষত আগামী ২৪ শে ফেব্রুয়ারি রয়েছে তাঁর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই তিনি ভ্রমণে বেরিয়েছেন। সম্প্রতি সেই ভ্রমণের ভিডিও ইন্সটাতে স্টোরি দিয়েছে সৌমিতৃষা। যেখানে দেখা যাচ্ছে সৌমিতৃষার বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথের দৃশ্য। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে সৌমিতৃষার প্লেনের ভিতরে থাকার দৃশ্য।

প্রসঙ্গত, এই ‘মিঠাই’ ধারাবাহিক প্রথম থেকেই স্থান দখল করেছিল টিআরপি তালিকার শীর্ষে। তবে মাঝে মিঠাইয়ের মৃত্যুতে ‘মিঠাই’-এর টিআরপি তালিকায় ভাটা পড়ে। তবে টিআরপি তালিকার স্থান দখল করার জন্য পরিবর্তন হয় এই ধারাবাহিকের স্লট টাইম। পরবর্তীতে দর্শকদের আকর্ষণ করার জন্য এই ধারাবাহিকে নিয়ে আসা হয় মিঠাইয়ের মতো দেখতেই মিঠি নামক এক চরিত্রকে।

তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে মিঠাই ফিরে এসেছে। তবে মনে নেই তার কোনো স্মৃতি। মিঠাইয়ের সাথে রয়েছে মিঠাই-সিদ্ধার্থের মেয়ে মিষ্টি। অর্থাৎ শাক্যর বোন। মিঠাই ফিরে আসাতে এই ধারাবাহিক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।