একমাত্র ছেলের কীর্তিতে মাঝ রাতে থানায় ছুটতে হল শ্রাবন্তীকে! এমন কি করলেন অভিমন্যু

সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যগগনে থাকা এক জনপ্রিয় অভিনেত্রী তথা সুন্দরী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। যাঁর ব্যক্তিগত কারণে চর্চার অন্ত নেই নেটদুনিয়ায়। তবে এবার তাঁর প্রেমিক বা তাঁকে নিয়ে নয়, এবারে তিনি চর্চিত হলেন তাঁর ছেলেকে নিয়ে। সম্প্রতি ছেলেকে নিয়ে থানায় হাজির হতে দেখা গেল শ্রাবন্তীকে। ঘটে ছিলটা কি? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে গত সোমবার রাত্রিবেলা। ছেলেকে নিয়ে এক ঝামেলায় জড়িয়ে পড়েন শ্রাবন্তী। আর সেই কারণেই তাঁকে ছুটতে হয় আনন্দপুর থানায়। তবে সাথে ছিলেন তাঁর বর্তমান প্রেমিকও।
প্রসঙ্গত, বহুবার ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে শ্রাবন্তীর কাছে। তবে এবার সেই অভিযোগ পৌঁছালো সরাসরি থানায়। যার ফলেই ছেলেকে নিয়ে মাঝরাতে থানায় ছুটতে হলো শ্রাবন্তীকে। জানা গিয়েছে, শ্রাবন্তী যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টের প্রতিবেশীর সাথেই বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়ে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। আর সেই ঝামেলা পরিণতি পায় মারামারিতে। ফলে সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। ছুটে আসতে হয় শ্রাবন্তীকে।
এরপরে শ্রাবন্তী তাঁর প্রেমিক, ছেলে এবং আরো অন্যান্যদের নিয়ে ওই প্রতিবেশীর ফ্ল্যাটে গিয়ে হাজির হন। তারপরেই তিনি পৌঁছান আনন্দপুর থানায়। তবে এখনো পর্যন্ত জানা গিয়েছে, এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তারা পারস্পরিকভাবে আলোচনা করে পুরো বিষয়টি মিটিয়ে নিয়েছে। পূর্বে একাধিক কারণে চর্চিত হয়েছেন শ্রাবন্তী। তবে তিনি সেই বিষয়ে কখনো মাথা ঘামাননি। তবে এবারে ছেলেকে নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শ্রাবন্তী। আর সেই নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।