নিউজঅর্থনীতি

Small Business Idea: লসের ভয় নেই, মাত্র ১ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিদিন হবে দুর্দান্ত আয়

প্রতিনিয়তই বাড়ছে জিনিসপত্রের মূল্য। এর ফলে মানুষ চেষ্টা করছে তাদের উপার্জন যেনতেন প্রকারেণ বাড়ানোর জন্য। তবে যারা চাকরিরত তাদের ক্ষেত্রে মাসিক উপার্জন সর্বদাই ফিক্সড থাকে। তাই চাকরির পাশাপাশি তারাও চায় এমন কিছু করতে, যার ফলে কিছু অতিরিক্ত উপার্জন করা সম্ভব হবে। এখন দুটো চাকরি করা একসঙ্গে সম্ভব নয়। তাই চাকরির পাশাপাশি তারা কোন ব্যবসার শুরু করতে পারেন।

অনেকে ব্যবসা শুরু করতে ভয় পান। তার প্রধান কারণ হলো একটি বিরাট অংকের মূলধন। যা প্রায় সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির মানুষের কাছে থাকে না বললেই চলে। কিন্তু এমন কিছু ব্যবসা রয়েছে যা সামান্য টাকাতেই শুরু করা সম্ভব। এমনকি ১০০০ টাকার কমেও ব্যবসা শুরু করা সম্ভব। আজকে প্রতিবেদনে সেরকম একটি ব্যবসার কথা আমরা জানাবো।

আজকে বলব মাত্র ৮৫০ টাকার নিয়ে একটি ব্যবসা শুরু করে কিভাবে আপনি খুব দ্রুত লাভবান হতে পারেন। ভাবছেন ৮৫০ টাকায় আজকালকার দিনে কি হবে? এই ৮৫০ টাকাতেই আপনার একটি ভালো মেশিন চলে আসবে। কিসের মেশিন? মেশিনটি হচ্ছে আলুর চিপস (Potato Chips) বানানোর মেশিন। আসলে বর্তমানের চটজলদি দুনিয়ায় সকলেই চটজলদি খাবারের পেছনে ছোটে। এছাড়া আলুর প্রতি ভালোবাসা কমবেশি সকলেরই একটু বেশি। তাই বাচ্চা থেকে বুড়ো সকলেই আলুর চিপস খেতে খুবই পছন্দ করেন এবং বাজারে এর চাহিদাও অনেক।

আপনি ৮৫০ টাকা দিয়ে একটি মেশিন কিনবেন এবং বাজার থেকে আলু কিনে নিয়ে আসবেন। এরপর ঘরে বসে খুব সহজে আলুর চিপস বানিয়ে কোন দোকানে বা কোন স্টলে বিক্রি করে প্রতিদিন ১০০০-২০০০ টাকা করে উপার্জন করতে পারবেন। আপনি যত বেশি আলুর চিপস বানাতে পারবেন, তত বেশি বিক্রিও করতে পারবেন। এর ফলে আপনার উপার্জন তত বেশি হবে।