
লাখ লাখ পরীক্ষার্থী বছর বছর চাতক পাখির মত চেয়ে আছে একটি চাকরির আশায়। একেই চাকরিতে আসন সংখ্যা সীমিত, আর সেই সীমিত আসন নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই প্রতিযোগিতায় কেউ হচ্ছে পাশ, আবার কেউ হচ্ছে ফেল। এই সমস্ত প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়া বা ব্যর্থ হওয়া মানুষগুলি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের প্রতিবেদনে সেই সমস্ত মানুষগুলির যাতে একটি স্থায়ী উপার্জনের ব্যবস্থা হয়, সেই আইডিয়াই শেয়ার করবো।
হ্যাঁ আপনিও যদি এরকম একটি স্থায়ী উপার্জনের উৎস জানতে চান, তবে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন। এটি কোন ব্যবসা নয়। আপনার বাড়িতে যদি থাকে ফাঁকা জায়গা, তবে আপনি খুব সহজেই একটি কাজ করে মাসিক মোটা অংকের টাকা লাভ করতে পারেন। সেটি হল মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানোর বিষয়।
যদি আপনার বাড়িতে বড় ছাদ থাকে এবং সেখানে ৫০০ বর্গমিটার ফাঁকা জায়গা থাকে, তবে আপনি ছাদের উপরে বসাতে পারেন মোবাইল টাওয়ার। আর যদি আপনার বাড়িতে দুই থেকে আড়াই হাজার বর্গফুটের মত ফাঁকা জায়গা থাকে, তবে সেখানেও খুব ভালোভাবে মোবাইলের টাওয়ার বসাতে পারেন।
কিভাবে মোবাইল টাওয়ার বসানোর ব্যবস্থা করবেন?
এর জন্য আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। প্রথমে আপনাকে একটি বিশ্বস্ত টেলিকম কোম্পানির (Telecom Company) সাথে যোগাযোগ করতে হবে। আপনাকে নিজের গরজে সেই কোম্পানির সঙ্গে কথা বলে জানাতে হবে যে আপনি তাদের মোবাইল টাওয়ার বসাতে ইচ্ছুক। তারপর আপনার বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে। সেই কাগজপত্র যদি ঠিক থাকে তবে কোম্পানি থেকে আপনার জমি জায়গা পর্যবেক্ষণ করতে আসবে।
তাদের শর্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তবেই তারা আপনার বাড়িতে টাওয়ার লাগানোর জন্য রাজি হবে। টাওয়ার বসালে এককালীন একটা মোটামুটি টাকা আপনাকে দেবে। এছাড়া প্রতি মাসে ন্যূনতম ১০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আপনি ভাড়া পেতে পারেন। ঘরে বসে বসে যদি এত টাকা ভাড়া পেয়ে যান, তবে আর কি লাগবে? তবে আপনার প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু অবশ্যই নো অবজেকশন নথি জমা দিতে হবে। তবে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আপনার কাছাকাছি থাকা টেলিফোন কোম্পানিটির সাথে।