কম পুঁজিতে ব্যবসা করতে চান? তাহলে অ্যামুলের সঙ্গে শুরু করুন এই ব্যবসা

ব্যবসা করার চিন্তাভাবনা করছেন? তাও আবার কম পুঁজিতে? চিন্তা নেই। আজকের এই প্রতিবেদনে এমনই এক ব্যবসার কথা আপনাদের জানানো হবে। যেখানে অনেক টাকা বিনিয়োগ করার প্রয়োজন পড়বে না। খুব কম পুঁজিতেই করতে পারবেন এই ব্যবসা। তবে চাকরিজীবীরাও করতে পারেন এই ব্যবসা। চলুন সেই ব্যবসা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
এই প্রতিবেদনে কম বিনিয়োগে যে ব্যবসার কথা বলা হচ্ছে তা হলো আমুলের বিভিন্ন পণ্যের ব্যবসা। আমুলের ফ্রাঞ্চাইজি কিনে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবসা করলে মাস শেষে সেই ব্যক্তি আয় করতে পারবে প্রায় 5 থেকে 10 লাখ টাকা। তবে এই ব্যবসা করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তা হল সঠিক জায়গা, সঠিক জায়গার পরিমাণ। অর্থাৎ এই ব্যবসা করতে হবে জনবহুল এলাকায়। অর্থাৎ রাস্তার ধারে বা বাজারের মধ্যে। এছাড়াও এই ব্যবসা করতে গেলে এই ব্যবসার ভাগ অনুযায়ী 150 বর্গফুট অথবা 300 বর্গফুট জায়গার প্রয়োজন। তবেই এই ব্যবসা করা সম্ভব হবে সেইসব ব্যক্তিদের।
আমুল কোম্পানির বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি রয়েছে যা হল আমুল আউটলেট, আমুল রেলওয়ে পার্লার, আমুল কিয়স্ক এবং আমুল আইসক্রিম স্কুপিং পার্লার। তবে এইসব বিভিন্ন ফ্রাঞ্চাইজির জন্য জায়গা লাগবে বিভিন্ন রকম। আমুল আউটলেটের জন্য জায়গার পরিমাণ লাগবে 150 বর্গফুট এবং আইসক্রিম পার্লারের দোকান করার জন্য লাগবে 300 বর্গফুটের জায়গা।
এবার আসি এই ব্যবসার লাভ এবং বিনিয়োগ সম্পর্কে। ব্যবসায়িদের জন্য এক সুখবর হলো এই কোম্পানি কমিশন ভিত্তিতে পণ্য দেয়। যেমন আউটলেটের দুধের পণ্যে কমিশন পাওয়া যায় 2.5 থেকে 10 শতাংশ। অন্যদিকে, আইসক্রিমের ফ্রাঞ্চাইজিতে আইসক্রিম ছাড়া অন্যান্য পণ্যে কমিশন পাওয়া যায় 50 শতাংশ। তবে আইসক্রিমের কমিশন পাওয়া যায় 20 শতাংশ।
অন্যদিকে, বিনিয়োগ সম্পর্কে জানা গিয়েছে এই ব্যবসার ফ্রাঞ্চাইজি অনুযায়ী বিনিয়োগ করতে হয়। আমুল আউটলেট গ্রহণ করতে হলে সবকিছু মিলিয়ে ব্যবসায়ীকে 2 লক্ষ টাকার মতো বিনিয়োগ করতে হবে। তবে কোনো ব্যবসায়ী যদি আইসক্রিমের ফ্রাঞ্চাইজি কেনেন তাহলে তাকে সবকিছু মিলিয়ে বিনিয়োগ করতে হবে 6 লক্ষ টাকা।