রাজপুত্র ইউভানের সঙ্গে ‘টাম টাম’ গানে তুমুল নাচ শুভশ্রীর, হট প্যান্টে অভিনেত্রীর ‘লম্ফঝম্প’ দেখে হাসির রোল নেটপাড়ায়

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। সাম্প্রতিক সময়ে কেরিয়ার জীবন এবং সাংসারিক জীবন বেশ ভালোভাবেই কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে বর্তমানে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সম্প্রতি নেটদুনিয়ায় এক ভিডিও ভাইরাল হয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শুভশ্রী। নেতিবাচক প্রভাব পড়েছে তাঁর এই ভিডিওটিতে। কি এমন রয়েছে সেই ভিডিওতে?
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে ভালই সক্রিয় থাকে তা তাঁর পোস্ট দেখলেই বোঝা যায়। মাঝেমধ্যে ছেলের সাথে কাটানো মুহূর্ত সকলের সাথে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি সেরকমই রবিবার এক নাচের ভিডিও পোস্ট করলেন নেটদুনিয়ায়। যেখানে নাচতে দেখা গেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, তাঁর দিদি দেবশ্রী গাঙ্গুলী, পুত্র ইউভান এবং আরো দুই মহিলাকে। আর সেই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে নেটমহলে।
সাম্প্রতিক এই ভিডিওটির কারণেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সম্মুখীন হয়েছেন টলি পাড়ার হট মাম্মা। তারঁ নাচ দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, যে নাচতেই জানেনা সে কিনা আবার ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক। তবে শুধু শুভশ্রী নয়, তাঁর দিদিকে নিয়েও কটুক্তি করেছে নেটজনতা। হাতি বলে তার দিদিকে মন্তব্য করেছে অনেকে। তবে আগেও শুভশ্রী এসব বিষয়ে পরোয়া করেনি। এবারেও তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তিনি নিজের মতোই চলেছেন।
তবে অন্যদিকে, খারাপের পাশাপাশি সব কিছুতেই ভালো রয়েছে। সেরকমই এই ভিডিওতে অভিনেত্রীর অনুরাগীরা অনেকেই নেতিবাচক মন্তব্যের নিন্দা করেছে। অনেকেই প্রশ্ন করে বলেছেন, কেউ যদি তার এই ফিগার নিয়ে ভালো থাকে তাহলে তাকে খোঁচা মারার কি রয়েছে? প্রসঙ্গত, এই ভিডিওটিতে অভিনেত্রী শুভশ্রীর পরনে দেখা গেছে হট প্যান্ট এবং কালো রঙের টিশার্ট। অন্যদিকে, অভিনেত্রীর দিদিকে সাদা কালো রঙের স্ট্রাইপ শর্ট ড্রেসে দেখা গেছে। তবে নজর কেড়েছে ইউভান। তার পরনে দেখা গেছে লাল রঙের টিশার্ট এবং প্যান্ট। তবে এই প্রথম নয়, সবকিছু সামলে পুত্র ইউভানকে নিয়ে আগেও সময় কাটানোর মুহূর্ত সকলের সাথে ভাগ করেছেন অভিনেত্রী শুভশ্রী।