বিনোদন

মিঠিই আসল ভিলেন! মিঠাইয়ের চরম ক্ষতির মূলে রয়েছে কে? ফাঁস হলো নতুন ট্র্যাক

টেলিভিশনের ছোট পর্দা জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যা প্রথম থেকেই দর্শকদের মধ্যে নিজের স্থান দখল করে নিয়েছে। সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকে আসছে নতুন নতুন মোর। চলছে মিঠাইকে খোঁজার নানারকম পন্থা। তবে তার মাঝেই ভাইরাল হল এক নতুন প্রোমো। যা দেখে চক্ষু চড়ক গাছ নেটজনতার। উত্তেজনা নেটমহলে।

দু বছরের বেশি হতে চলল জি বাংলার এই ‘মিঠাই’ ধারাবাহিক। যেখানে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমিতৃষা কুন্ডুকে। যার কারনেই দর্শকরা এই ধারাবাহিক দেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ধারাবাহিকের প্রোমো। যেখানে অন্যরূপে দেখা গেছে মিঠিকে।

সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় মিঠাইকে খুঁজে পেয়েছে সিদ্ধার্থ। তবে পূর্বের কোনো কথাই মনে নেই মিঠাইয়ের। অন্যদিকে, মিঠিকে দেখা যায় ভিলেনের রূপে। যেখানে মিঠীর উদ্দেশ্য মোদক পরিবারের সম্পত্তি লুঠ করার। তবে এই ঘটনা কতটা সত্য তা যাচাই করা হয়নি। তবে অনুমান কোনো এক ইউটিউবার এডিট করে এই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেছে দর্শকদের মনে উত্তেজনা ছড়ানোর জন্য। আর এই ছবিতে সৌমিতৃষার যে লুক দেখা গেছে তা আগের অন্য এক সিরিয়ালের।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ‘মিঠাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মিঠাইকে খুঁজতে অন্য এক পন্থা অবলম্বন করেছে মিঠি এবং সিদ্ধার্থ। যেখানে মিঠাইয়ের সাজে মিঠাইয়ের অপহরণকারীদের ধরার চেষ্টা মিঠির। অন্যদিকে, মিঠাইয়ের সাজে দেখে মিঠিকে মা ভেবেছেন মিষ্টি। এই সবকিছুই নজরে রেখেছে সিদ্ধার্থ। আর এই সব কিছু নজরে রেখে সিদ্ধার্থ দেখতে চাইছে মিঠির এই মিঠাই সাজে অপহরণকারীদের কি প্রতিক্রিয়া হয়।