নিউজটেক নিউজ

PAN Card-এর এই ১০ সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য! জেনে রাখা ভালো

আধার কার্ড (Aadhaar Card)-এর পাশাপাশি ভারতবাসীর আর এক গুরুত্বপূর্ণ নথিপত্র হলো প্যান কার্ড (PAN Card)। যা ফিনান্সিয়াল যেকোনো কাজে দরকার লাগে। বলা যায় বর্তমানে ব্যাঙ্কিং যে কোনো সুবিধা নিতে গেলে প্রয়োজন হয় এই প্যান কার্ডের। যাদের না থাকে তাদেরই কোনো কাজের মাঝখানে সমস্যায় পড়তে হয়। লক্ষ্য করে দেখবেন প্যান কার্ডে ১০ টি নম্বর থাকে। যা ইংরেজি বর্ণ এবং সংখ্যার মিশ্রনে তৈরি। তবে জানেন কি এই নম্বরের অর্থ? আজকের প্রতিবেদন সেই বিষয়েই।

পূর্বেই বলা হয়েছে প্যান কার্ডে ১০ টি কোড থাকে যা অক্ষর এবং সংখ্যার সংমিশ্রন। এই দশটি কোডের মধ্যে প্রথমে থাকে ৫টি ইংরেজি বর্ণমালা। তারপরে থাকে ৪টি ইংরেজি নম্বর। শেষে থাকে ১টি ইংরেজি বর্ণমালা। তবে এই প্রত্যেক নম্বর এবং অক্ষরের অর্থ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

আয়কর বিভাগ প্যান নম্বর ইস্যু করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে ইংরেজি বর্ণমালা এবং ইংরেজি নম্বরের সংমিশ্রনে ১০টি কোড দেন। যার মধ্যে প্রথম তিনটি অক্ষর বর্ণানুক্রমিক হয়। AAA থেকে ZZZ পর্যন্ত যেকোনো তিনটি অক্ষরের সিরিজ প্যান কার্ডে দেওয়া হয়।

প্যান কার্ডে প্রথম তিনটি ইংরেজি অক্ষরের পর আরো একটি ইংরেজি অক্ষর থাকে। যা আয়কর বিভাগ জানায় যে তাদের চোখে সেই ব্যক্তি কেমন। যদি কোনো ব্যক্তির প্যান কার্ডের চতুর্থ ইংরেজি বর্ণমালা ‘P’ থাকে তাহলে তিনি একজন ব্যক্তি। অপরদিকে যদি প্যান কার্ডের চতুর্থ বর্ণমালা ‘F’ হয় তাহলে সেই নম্বরটি একটি ফার্মের তা ইঙ্গিত করে। এমন ভাবেই ট্রাস্ট নির্দেশ করতে ‘T’ ব্যবহার করা হয়। একজন ব্যক্তি নির্দেশ করতে ‘B’ ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল জুডিশিয়াল ব্যক্তি বোঝাতে ‘J’ ব্যবহার করা হয়। ‘L’ নির্দেশ করে স্থানীয়, ‘H’ ব্যবহার করা হয় হিন্দু অবিভক্ত পরিবার বোঝাতে। সরকার বোঝাতে ‘G’ নির্দেশ করে। প্যান কার্ডের চতুর্থ অক্ষরের পর পঞ্চম স্থানে আরো একটি ইংরেজি বর্ণমালা যোগ করা হয় যা সেই ব্যক্তির উপাধির প্রথম অক্ষর হয়।

প্রথম ইংরেজি ৫টি বর্ণমালার পর প্যান কার্ডে থাকে ৪টি ইংরেজি নম্বর। তারপর শেষে আবারো একটি ইংরেজি বর্ণমালা যোগ করা হয়। আর্থিক বিভিন্ন কাজে এই প্যান কার্ড ব্যবহার করা হয়. তাই প্যান কার্ডের এই ১০টি নম্বর খুবই গুরুত্বপূর্ণ।