টেক নিউজনিউজ

মাইলেজের রাজা! দুর্দান্ত ফিচার্স নিয়ে বাজার গরম করছে নতুন Hero Passion Plus, জেনে নিন দাম

দু চাকার এক জনপ্রিয় সংস্থা হল হিরো মটোকর্প। যা বর্তমানে অন্যান্য সংস্থার সাথে টেক্কা দিতে বাজারে আনছে বিভিন্ন মডেলের গাড়ি। তার মধ্যে অন্যতম এক গাড়ি হল হিরো প্যাশন। যার একটি ভেরিয়েন্ট Hero Passion Plus-এর মাইলেজ এবং বিল্ড কোয়ালিটি রয়েছে দুর্দান্ত। প্রসঙ্গত, BS6-এর কড়াকড়ির হওয়ার ফলে ঠিক 3 বছর আগে সংস্থা এই গাড়ি বাজারে আনা বন্ধ করে দেয়। তবে সাম্প্রতিক হিরো আবারো এই বাইকের রি-এন্ট্রি করালো দেশে। যেসব ক্রেতারা দুর্দান্ত মাইলেজ সহ টেকসই বাইক খুঁজছেন তাদের জন্য হিরোর এই বাইক উপযুক্ত। চলুন এই বাইকের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Hero Passion Plus-এর নতুন মডেলটির ফিচার্স সম্পর্কে যদি বলি এতে দেওয়া হয়েছে USB চার্জিং পোর্ট, সেলফ স্টার্টার টেক, অ্যানালগ/ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য। এর পাশাপাশি বাইকটিতে রয়েছে 18 ইঞ্চি কাস্ট অ্যালয় হুইল। দু চাকাতেই রয়েছে ডাম ব্রেক। শোরুমে তিনটি কালার অপশনে পাওয়া যাবে হিরোর এই নতুন মডেলটি।

ইঞ্জিন সম্পর্কে যদি বলি, 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে হিরোর এই মোটরসাইকেলে। যা সর্বোচ্চ 8 ব্রেক হর্সপাওয়ার এবং 8.05 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। হিরো সংস্থার পঞ্চম মডেল এটি। যেখানে রাইডাররা এই ইঞ্জিন পাবেন। এই মোটরসাইকেলের ইঞ্জিন HF বা স্প্লেন্ডার-এর ইঞ্জিনের থেকে খুব একটা আলাদা নয়। ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে 4 স্পিড গিয়ারবক্স।

হিরো প্যাশন প্লাস বাইকে ইঞ্জিনের পাশাপাশি i3s স্টার্ট/স্টপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা মাইলেজ বাড়াতে সাহায্য করবে বলে দাবি করেছে সংস্থা। 115 কেজি ওজন রয়েছে হিরোর এই মডেলে। সাসপেনশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবসর্বার। হন্ডা সাইন এবং বাজাজ প্লাটিনার সাথে টক্কর দেবে হিরোর এই নতুন মডেল।

এবার আসি দামের কথায়। হিরো কোম্পানির ১০০ সিসির বাইকের তালিকায় যে কটি বাইক রয়েছে তার মধ্যে সবথেকে দামি বাইক এই হিরো প্যাশন প্লাস। এক্স শোরুম এই বাইকের দাম রয়েছে 76,065 টাকা। তবে অন্যদিকে ক্রেতাদের জন্য রয়েছে আরও এক সুখবর। খুব শীঘ্রই হিরো বাজারে আনতে চলেছে Hero Xtreme 160R-এর আপডেট ভার্সন। সম্ভবত চলতি বছরের ১৪ই জুন লঞ্চ হতে চলেছে এই বাইক। থাকছে অত্যাধুনিক ফিচার্স। লঞ্চের অপেক্ষায় ক্রেতামহল।