বিনোদন

প্রকাশ্যে এলো জী বাংলা সোনার সংসারের প্রোমো, উত্তেজনা দর্শক মহলে

বর্তমান সময়ে টেলিভিশনের ছোট পর্দাগুলি দর্শকদের বেশ নজর কাড়ছে। আর সেই সব ছোট পর্দার মধ্যে এক জনপ্রিয় ছোট পর্দা হল জি বাংলা। ‘জীবন মানেই জি বাংলা’। আর এই জি বাংলাতেই অনুষ্ঠিত হতে চলেছে নতুন বছরের সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় ২০২৩ সাল অর্থাৎ নতুন বছরেও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলার পর্দায়। থাকবে নানা রকম অনুষ্ঠান। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের প্রোমো। যা দেখে তুমুল উত্তেজনা অনুরাগীদের মনে।

প্রসঙ্গত, প্রতিবছরই এই অনুষ্ঠানের মাধ্যমে জি বাংলার পর্দায় অভিনয় করা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে দুর্দান্ত অভিনয় করা তারকাদের অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও, এই অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় একটি মুহূর্ত হলো জি বাংলার ‘সেরা পরিবার’ অ্যাওয়ার্ড। যা নিয়ে তুমুল দ্বন্দ্ব চলে প্রত্যেক পরিবারের মধ্যে। তবে সেই দ্বন্দ্ব খুবই মিষ্টি।

এছাড়াও, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় প্রত্যেক ধারাবাহিকের সেরা খলনায়ক, খলনায়িকা, বৌমা, শাশুড়ি, দেওর, ভাসুর, বর, বউ, খুদে তারকা প্রভৃতি আরও অন্যান্য চরিত্রদের। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার মাঝে মাঝেও থাকে জি বাংলায় অভিনয় করা তারকাদের সিঙ্গল এবং যুগলবন্দী পারফরম্যান্স। এছাড়াও, থাকে নামিদামি গায়ক গায়কাদের মঞ্চ মাতানো গান।

ফলস্বরূপ, নেটদুনিয়ায় ভাইরাল প্রোমো দেখে বোঝাই যাচ্ছে প্রতি বছরের মতো এবছরেও চাঁদের হাট বসবে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় থাকবে অপরাজিতা আঢ্য। এদিন তারকাদের পাশাপাশি জি বাংলাপ্রেমীরাও উপভোগ করবে সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দুর্দান্ত মুহূর্ত। অপেক্ষায় রয়েছে অনুরাগীরা।