নিউজ

দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় খাতা সজাবেন কিভাবে? রইল ভালো রেজাল্টের সহজ ও গোপন ট্রিকস

আর কয়েকদিন পরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে একের পর এক বোর্ড পরীক্ষা। ফলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পরীক্ষার প্রস্তুতি পর্ব। তবে আজকের এই প্রতিবেদনে জানানো হবে কিছু গোপনীয় উপায়। যা অবলম্বন করলে বোর্ড পরীক্ষায় ভালো করে নম্বর তোলা যাবে। চলেন সেই উপায়গুলি জেনে নেওয়া যাক।

পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য যে জিনিসগুলি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত

প্রত্যেক পরীক্ষার্থীর জীবনে এক বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। তারপর দ্বিতীয় বোর্ড পরীক্ষা হল উচ্চমাধ্যমিক। তবে পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করতে হয় তার মধ্যে একটি হলো ঠিকঠাক জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়া। যেমন যেসব পরীক্ষার্থীর ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে তারা জলের বদলে ডাবের জল নিয়ে যেতে পারে। এছাড়াও ভালো নম্বর পাওয়ার জন্য বিভিন্ন মারকিং বা আলাদা আলাদা পয়েন্ট বোঝানোর জন্য দুই রকম কালি, পেন্সিল প্রভৃতি জিনিসগুলি নিয়ে যাওয়া দরকার।

এছাড়াও, বোর্ড পরীক্ষাতে ট্রান্সপারেন্ট বোর্ড ব্যবহার করা উচিত। কালির ক্ষেত্রেও কালো এবং নীল কালি ব্যবহার করা উচিত। তবে যেসব পরীক্ষার্থীদের হাতে লেখা ভালো না তারা কালো কালি এড়িয়ে যাওয়াই ভালো। নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে না যাওয়াই ভালো, আগে টেস্ট করে নেওয়া উচিত।

ঠিকঠাক প্রশ্নের উত্তর দেওয়া

বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার এক অন্যতম উপায় হল এক্সট্রা প্রশ্নের উত্তর দেওয়া। অর্থাৎ বোর্ড পরীক্ষায় শর্ট কোয়েশ্চেনে দশটা কোয়েশ্চেন থাকলে আটটা লিখতে বলে। তবে সেক্ষেত্রে কোনো পরীক্ষার্থী যদি নটা কিংবা দশটা লিখে আসেন তার মধ্যে যদি একটা কি দুটো ভুল হয় তাহলে বাড়তি লেখার ক্ষেত্রে বেশি নম্বর পেতে পারে। এছাড়াও বাড়তি নম্বর পাওয়া যায় খাতার সৌন্দর্য তার উপরও। তাই খাতায় দুদিকে মার্জিন টেনে পরিষ্কারভাবে হাতে লেখা করা গুরুত্বপূর্ণ।

উত্তরপত্র ভালোভাবে প্রতিস্থাপন করা

ভালো নম্বর পেতে গেলে পরীক্ষার্থীদের অবশ্যই খাতা ভালোভাবে শিক্ষকদের কাছে প্রতিস্থাপন করতে হবে। সে খাতাতে যেন কোনো কাটাকুটি না থাকে। এছাড়াও, কোনো পরীক্ষার্থী যদি বড় কোনো প্রশ্নের উত্তর লেখে তার উদাহরণ যেন পরের প্যারাতে লেখে। যা শিক্ষকদের বুঝতে সুবিধা হবে। এছাড়াও, কোনো পরীক্ষার্থী অঙ্কের ক্ষেত্রে যদি ডানদিকে রাফ টেনে অঙ্ক করে। তাহলে অঙ্ক ভুল হলেও তার সেই রাফের জন্য পরীক্ষাতে ভালো নম্বর পেয়ে যেতে পারে। এই সব কিছুর পাশাপাশি পরীক্ষার খাতার উপরও একটা ভালো নম্বর নির্ভর করে পরীক্ষার্থীদের।