স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নিয়ম জারি রাজ্য সরকারের, বেসরকারি হাসপাতালে খুব সহজেই পাওয়া যাবে পরিষেবা

পশ্চিমবঙ্গের জনসাধারণের কথা ভেবে নানারকম সুবিধা এনেছে রাজ্য সরকার। সেরকমই এক সুবিধা বা প্রকল্প হল স্বাস্থ্যসাথী প্রকল্প। যার মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পান রাজ্যের জনসাধারণ। সম্প্রতি এই স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম যুক্ত করেছে রাজ্যের মাননীয়া। চলুন সেই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
অনেকদিন ধরেই স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্য সাথী কার্ডে বিনামূল্যে ঠিকঠাক চিকিৎসা করছে না বলে অভিযোগ জানিয়েছিল জনসাধারণ। তবে সেই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে এবার রাজ্য সরকার এই স্বাস্থ্য সাথী কার্ডে বেশ কিছু নিয়ম জারি করেছে। যার ফলে রাজ্যের জনসাধারণ এই কার্ডের মাধ্যমে আরো বেশি উপকৃত হবে বলে জানা যাচ্ছে।
স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেশ কিছু বেসরকারি হাসপাতালের নামে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারের সেই নয়া পদক্ষেপগুলি।
পূর্বে রোগীদের প্যাকেজের চিকিৎসার বাইরে ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষা করার জন্য স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দ করা হয়েছিল ৫ হাজার টাকা। তবে এবার সেই টাকার পরিমান বাড়িয়ে করা হলো ২৫ হাজার টাকা। রাজ্য সরকার তরফে জানা গিয়েছে রাজ্যে প্রায় ৩০ টি NBHL হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।
রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এবার থেকে সরকারি হাসপাতালে হার্ট ও হাড়ের চিকিৎসার ভিন্ন প্রতিস্থাপনে খরচও মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে। জানা গেছে, হার্টের বা হাড়ের চিকিৎসার বিভিন্ন যন্ত্র সরকারি হাসপাতালে মজুত থাকলে তবেই সেইসব রোগীদের চিকিৎসা করা হতো। তবে এবার থেকে আর অপেক্ষা করতে হবে না সরকারি হাসপাতালের জন্য। বাইরের খোলা বাজার থেকেই সেইসব যন্ত্র কিনে নিয়ে এসে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসা করতে পারবে সেই সব রোগীদের এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।