নিউজ

জ্বলছে কলকাতা, জ্বলছে বাংলা! দুপুরে বাইরে বেরোলেই পড়তে পারে ফোস্কা? চরম সতর্কতা

গ্রীষ্ম প্রধান দেশ। বিগত বেশ কয়েক মাস ধরে গরমের দাবদাহ চলছে পশ্চিমবঙ্গের। মাঝেমধ্যেই দেখা দিচ্ছে তারপর প্রবাহ। কেবলমাত্র কলকাতাই নয় গরমে অতিষ্ঠ গোটা দক্ষিণবঙ্গ। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১° সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

তবে এখানেই থেমে থাকবে না‌। বাইরে তাপমাত্রা ৪১° হলেও, তা আমাদের ৪৮° সেলসিয়াস মনে হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই একই রকম পরিস্থিতি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে তা তাপপ্রবাহের সতর্কতা।

তাপপ্রবাহের জেরেই অসস্তিকর অবস্থায় করেছে সাধারণ মানুষ। দেখা যাচ্ছে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতার। আর সর্বোচ্চ আদ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এমন তাপমাত্রার কারণে বেলা ১১ টার পর রাস্তায় বেরোতে না করা হয়েছে মানুষকে।

বয়স্ক মানুষ ও শিশুদের এই সতর্কতা বিশেষ করে মানতে বলা হয়েছে। তবে বিকেল অথবা সন্ধ্যের দিকে বই যেতে পারে কালবৈশাখী ঝড়। এর জেরে হবে বৃষ্টি। কিন্তু তাতেও স্বস্তির কোন খবর নেই‌।

অপরদিকে উত্তরবঙ্গে তুলনামূলক আবহওয়া ঠান্ডার দিকে। তবে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের কিছুটা প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। আগের তুলনায় গরম বেড়েছে সেখানে‌‌। কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টির কারণে, সেই গরম খুব একটা বোঝা যাচ্ছে না।

এক নজরে জেনে নিন আজকের তাপমাত্রা-
কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা বিকেলের পর থেকে থাকতে পারে ৫৪ শতাংশ‌। এই ধরনের আরো খবর পেতে আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে ভুলবেন না।