কোন প্রাণী তার মৃত্যুর সময় আগে থেকেই জেনে যায়? জানলে চমকে যাবেন

পরীক্ষা এক অন্যতম পার্ট হল ইন্টারভিউ। যার মাধ্যমে মূলত প্রার্থীদের বুদ্ধিমত্তার যাচাই করন করা হয়। এক্ষেত্রে প্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যার জন্য দরকার হয় সাধারণ জ্ঞানের। আর এই সাধারণ জ্ঞান বা বুদ্ধি যাদের থাকে তারা বলা যায় সবকিছুতেই এগিয়ে থাকে।
অর্থাৎ কম-বেশি সকল ব্যক্তিরই এই সাধারণ জ্ঞান থাকা খুবই জরুরী। ইন্টারভিউ বোর্ড হোক বা তর্ক বিতর্কের জায়গায় এই সাধারণ জ্ঞান বেশ কাজ দেয়। যা অন্যান্য মানুষকে চমকে দেয়। যেসব ব্যক্তিদের মধ্যে এই সাধারণ জ্ঞান থাকে তাদের বুদ্ধি অন্যান্য মানুষদের থেকে অনেকটাই উন্নত হয়।
বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার ইন্টারভিউ স্থানে এই সাধারণ জ্ঞানের খুব প্রয়োজন হয়। চাকরিপ্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যার উত্তর খুবই সাধারণ হয়। কিন্তু অনেক চাকরি প্রার্থীর সাধারণ জ্ঞান না থাকার কারণে সেই পরীক্ষায় ব্যর্থ হয়। তাই আজকের এই প্রতিবেদনে সেরকমই সাধারণ জ্ঞানের কিছু প্রশ্নসহ উত্তর আলোচনা করা হয়েছে। যা সেই ব্যক্তির সাধারণ জ্ঞান এবং বুদ্ধিকে অনেকটাই উন্নত করতে পারবে। চলুন সেই প্রশ্নসহ উত্তরগুলি জেনে নেওয়া যাক।
১) প্রশ্ন – এমন কোন প্রাণী রয়েছে যে তার মৃত্যুর সময় আগে থেকেই জানতে পারে?
উত্তর – বৃশ্চিক প্রাণী।
২) প্রশ্ন – ‘অন্ধকারে রাখা’ বাগধারাটির প্রকৃত অর্থ কী?
উত্তর – কোনো কিছু গোপন রাখা।
৩) প্রশ্ন – বলুনতো রাষ্ট্রপতি ভবনে কয়টি কক্ষ আছে?
উত্তর – ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট কক্ষ রয়েছে ৩৪০ টি।
৪) প্রশ্ন – বলুনতো ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি?
উত্তর – মহারাষ্ট্র।
৫) প্রশ্ন – পৃথিবীর অভ্যন্তরীণ পৃষ্ঠকে কি নামে অভিহিত করা হয়েছে?
উত্তর – গুরুমন্ডল।
৬) প্রশ্ন – এশিয়ার প্রাচীনতম শেয়ার বাজার কোনটি? উত্তর – বোম্বে স্টক এক্সচেঞ্জ।
৭) প্রশ্ন – কোন দেশ প্রথম জলে চলমান জাহাজ তৈরি করে?
উত্তর – ব্রিটেন সর্বপ্রথম জলে চলমান জাহাজ তৈরি করে।
৮) প্রশ্ন – বলুনতো কলা কোন দেশের জাতীয় ফল?
উত্তর – কম্বোডিয়ার জাতীয় ফল কলা।
৯) প্রশ্ন – কোন খাবার কোনদিনও নষ্ট হয় না?
উত্তর – মধু।
১০) প্রশ্ন – কোন দেশে রবিবার ছুটি নেই?
উত্তর – ইয়েমেন দেশে।