টেক নিউজভাইরাল

নিজের হাতে এক চাকার e-স্কুটার বানিয়ে হাইরোডে চড়লেন ভারতীয় যুবক, অবাক বিশ্ব (ভিডিও)

প্রতিটি দিন যেন একটি নতুন স্বপ্নের আঙিনায় এসে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষদেরকে। আধুনিক টেকনোলজির আশীর্বাদে আজ বহু তাজ্জব জিনিস বাস্তবে রূপায়িত হচ্ছে। প্রতিটি মানুষেরই বাইক বা স্কুটারের প্রতি ভালবাসা আজন্মের। আর এই ভালোবাসাকে অন্য মাত্রায় পৌছে দিচ্ছে আধুনিক টেকনোলজি ও কিছু মানুষের অসাধারণ ক্রিয়েটিভিটি। এরকম একটি ইউনিক e-স্কুটার আবিষ্কার করলেন ভারতীয় এক যুবক।

প্রতিনিয়তই পেট্রোল-ডিজেলের দাম এতটাই বেড়ে চলেছে যে মানুষের পক্ষে এত টাকা ব্যয় করে পেট্রোল-ডিজেল চালিত গাড়ি বহন করা কষ্টকর হয়ে উঠছে। তবে কাজের জন্য প্রয়োজন একটি যানবাহন। তাই মানুষ ঝুঁকছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) প্রতি। সম্প্রতি এক যুবক ভারতের বাজারে এনেছে ২ নয়, মাত্র ১ চাকার একটি ইলেকট্রিক স্কুটার।

মানুষ পারে না এমন কোনো কাজ। আর সেটিই প্রমাণ করে দেখালেন এই যুবক। তিনি তার ইউটিউব ভিডিও এর মাধ্যমে এই এক চাকার e-স্কুটারটি কিভাবে তৈরি করেছেন সেটি সম্পূর্ণ দেখিয়েছেন। সত্যিই বিস্ময়কর যে, ভারতের রাস্তায় চলবে এমন এক চাকার স্লিম-ট্রিম ইলেকট্রিক স্কুটার।

বর্তমানে রাস্তাঘাটে যানজট বেড়েই চলেছে। তার কারণ রাস্তায় চলছে অসংখ্য পরিমাণে দৈত্য সমান গাড়ি। এই যুবকের মাথায় প্রথম বুদ্ধি আসে যে, এমন একটি যানবাহন আবিষ্কার করতে হবে যা, খুব অল্প পরিসরে ব্যবহার করা যাবে। আর সেই বুদ্ধি থেকেই এই প্রথম এই এক চাকার হলদে রঙের e-স্কুটারটি তৈরি করেন।