লাইফস্টাইল

বাড়ি থেকে চিরতরে দূর হবে আরশোলা, কাজে লাগান এই ঘরোয়া টোটকা

মানব জীবনে একাধিক সমস্যার মধ্যে একটি সমস্যা হল আরশোলা। এটি থেকে নিস্তার পেতে চাইলেও যেনো এই আরশোলা যেনো পিছু ছাড়ে না। ঘরের যেকোনো অব্যবহৃত জায়গায় বাসা বাঁধে এই আরশোলা। শুধু বাসা বাঁধে তা নয়, জায়গাটি নোংরা করে ও খাবারের উপর গিয়ে বসে খাবারটি নষ্ট করে দেয়। তাই এই অতি সাধারণ একটি পতঙ্গ থেকে নিস্তার কীভাবে পাবেন তা আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

১) অ্যামোনিয়া – বাজারে কীটপতঙ্গের বংশ লুপ্ত করার জন্য বিভিন্ন রাসায়নিক পাওয়া যায়। তার মধ্যে থাকে অ্যামোনিয়া। এটি আরশোলার বংশ রোধ করতে সাহায্য করে। তার জন্য ৫ লিটার জলের মধ্যে ২ কাপ তরল অ্যামোনিয়া ভালো করে মিশিয়ে নিন। এরপর এই জল দিয়ে ঘর মুছলে আরশোলা আর খুঁজে পাওয়া যাবে না।

২) চিনি ও বেকিং সোডা – আরশোলা চিনির প্রতি আকৃষ্ট হয়। তাই চিনির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে আরশোলা যাওয়ার পথে রেখে দিন। কারণ বেকিং সোডা খেলে আরশোলার মৃত্যু অনিবার্য। বেকিং সোডা মেশানো চিনি খেলেও ফলাফল একই দাঁড়াবে।

৩) তেজপাতা – তেজপাতার মধ্যে রয়েছে উগ্র ও ঝাঁঝালো গন্ধ যা আরশোলা সহ্য করতে পারে না। তাই তেজপাতা শুঁকিয়ে গুঁড়ো করে নিন। এরপর তেজপাতার গুঁড়ো প্রতি সপ্তাহে দুইবার ঘরের কোনায় ছড়িয়ে দিন।

৪) লবঙ্গ ও গোল মরিচ – লবঙ্গ ও গোল মরিচে রয়েছে ঝাঁঝাল গন্ধ। তাই লবঙ্গ ও গোল মরিচকে ভালো করে রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে নিন সবকিছু। জলের মধ্যে সেই গুঁড়ো মিশিয়ে স্প্রে করুন ঘরের কোনায় কোনায়। এরপর ফল পাবেন হাতেনাতে।

৫) বোরিক পাউডার – বোরিক পাউডার আরশোলা খুব সহজেই দূর করে। তাই ভাতের সঙ্গে বোরিক পাউডার মিশিয়ে সেই ভাত ঘরের চারিদিকে ছড়িয়ে দিন। বোরিক পাউডার মেশানো ভাত খেলেই আরশোলা মারা পড়বে। তবে মনে রাখতে হবে ঘর সবসময় পরিষ্কার রাখা জরুরি। খাবার সবসময় ঢেকে রাখুন যাতে আরশোলা তার নাগাল না পায়।