নিউজঅর্থনীতিটেক নিউজ

জুন মাসের মধ্যেই করতে হবে আধার-প্যান লিঙ্ক সহ এই ৫টি কাজ, নইলে খসবে মোটা টাকা

চলতি বছরের অর্থবর্ষের মাস হিসেবে গুরুত্বপূর্ণ মাস হল জুন (June) মাস। যে মাসে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক কাজকর্ম মেটাতে হবে। না মেটালেই চরম ভোগান্তিতে পড়তে হবে জনসাধারণকে। আধার-প্যান কার্ডের লিঙ্ক, আধার আপডেট, উচ্চতর পেনশন বিকল্প, ট্যাক্স পেমেন্ট সহ আরো অন্যান্য জরুরী কাজ মেটানোর দিন রয়েছে এই জুন মাসের মধ্যেই। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গুরুত্বপূর্ণ কাজগুলি কত তারিখের মধ্যে মিটিয়ে নিতে হবে।

আধার-প্যান (Aadhaar-PAN) লিঙ্ক – অনেকদিন আগে থেকেই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করার ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে হলে দিতে হচ্ছে 1000 টাকা জরিমানা। তবে সেই সময় বাড়ানো হয়েছে। চলতি বছরের 30 জুন পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে জানিয়েছে আয়কর বিভাগ। তা না করালেই অবৈধ হয়ে যাবে প্যান কার্ড। আর সেই অবৈধ প্যান কার্ড কোন কাজে ব্যবহার করা হলে দিতে হতে পারে ১০০০০ টাকা জরিমানাও।

আধার আপডেট – UIDAI সংস্থা চলতি বছরের জুন মাসের মধ্যে জনসাধারণকে আধার আপডেট করার সুবিধা দিয়েছে। যা বিনামূল্যেই করা যাবে। জুন মাসের ১৪ তারিখ লাস্ট ডেট রয়েছে বিনামূল্যে আধার আপডেটের। এক্ষেত্রে My Aadhaar পোর্টালে গিয়ে বিনামূল্যে এই আপডেট করা যাবে। তবে আধার কেন্দ্রে গিয়ে এই আপডেট করালে চার্জ দিতে হবে সেই ব্যক্তিকে।

অগ্রিম কর (Tax) প্রদান – কর প্রদানের ক্ষেত্রেও এই জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ব্যক্তিদের ১০,০০০ টাকা বেশি করের দায় রয়েছে তারা যদি অগ্রিম ট্যাক্স পেমেন্ট না করে তাহলে মোট করের পরিমাণের সাথে প্রথম কিস্তিতে ৩% এবং শেষ কিস্তিতে ১% হারে সুদ দিতে হবে। আয়করের ধারা 23B এবং 24C এর অধীনে এই জরিমানা চার্জ করা হয়েছে। চারটি কিস্তির অধীনে এই অগ্রিম ট্যাক্স পেমেন্ট করতে হয়। যার প্রথম কিস্তি পেমেন্টের শেষ তারিখ ২০২৩ সালের ১৫ জুন।

উচ্চতর পেনশন বিকল্প – চলতি বছরের জুন মাসের গুরুত্বপূর্ণ কাজের তালিকায় রয়েছে EPF গ্রাহকদের সাথে সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ কাজ। উচ্চতর পেনশনের জন্য আবেদন করার শেষ তারিখ রয়েছে জুন মাসেই। যা প্রথমে মে মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই তারিখ বাড়িয়ে ২০২৩ সালের ২৬ শে জুন শেষ তারিখ করেছে EPFO।