Kitchen Tips: রান্নাঘর থেকে মাছির উপদ্রব চিরতরে কমাতে খুবই কার্যকরী এই ৫টি টিপস

রান্নাঘরে বেড়ে গিয়েছে মাছির উৎপাত,কিছুতেই পিছু ছাড়ছে না এই পতঙ্গ। রান্নার সমস্ত জিনিসে গিয়ে বসলে ভারি সমস্যা। কারণ নোংরা আবর্জনা থেকে সেই মাছি খাবারে বসলে রোগ হতে পারে। তাই রান্নাঘর থেকে মাছি তাড়ানোর কিছু উপায় নীচে দেওয়া হল। এর মাধ্যমে রান্নাঘর থেকে চিরদিনের মতন বিদায় নেবে মাছি।
১) ফল ও ভিনিগার – যেকোনো একটি পাকা ফল নিয়ে তাতে ভিনিগার মিশিয়ে রেখে দিতে হবে। এবং একটি সরু মুখের বোতল নিয়ে তাতে ফলের রস ও ভিনিগারের মিশ্রণ রেখে দিলে মাছিরা খুব সহজেই আকৃষ্ট হবে।
২) সাবান ও ভিনিগার – সাবানের সঙ্গে ভিনিগার মিশিয়ে রান্নাঘরের এক জায়গায় রেখে দিতে হবে। এর পাশে কয়েকটি পাকা ফল রাখুন। মাছিরা এই গন্ধে আকৃষ্ট হয়ে ভিনিগারের মধ্যে পড়ে যাবে।
৩) শসা – মাছি তাড়াতে মোক্ষম হাতিয়ার শসা। এটি টুকরো টুকরো করে কেটে রান্নাঘরে রেখে দিলে বিদায় নেবে মাছি।
৪) কর্পূর – রান্নাঘরে যেখানে মাছির উপদ্রব সেখানে কর্পূর ছড়িয়ে দিলে মাছি শূন্য হয়ে যাবে সেই স্থান। কর্পূরের নির্যাস মাছি একেবারে সহ্য করতে পারে না।
৫) ঘরোয়া মিশ্রণ – কিছুটা জল নিয়ে তার মধ্যে কর্পূর, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে সেটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের যেখানে মাছির উৎপাত সেখানে স্প্রে করুন।