বিনোদন

রাতারাতি বন্ধ হতে চলেছে স্টার জলসা ও জি বাংলা সহ একাধিক চ্যানেল! নতুন সিদ্ধান্তে মাথায় হাত দর্শকদের

বর্তমান সময়ে গৃহিনীদের সময় কাটানোর এক অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। বিশেষত টেলিভিশনের দুটি চ্যানেল স্টার জলসা ও জি বাংলা। প্রসঙ্গত, সন্ধ্যে হলেই গৃহিণীরা বাড়ির কাজ সেরে বসে পড়ে ড্রয়িং রুমে। রাত সাড়ে নটা-দশটা পর্যন্ত তারা দেখে তাদের পছন্দের একের পর এক ধারাবাহিক। তবে আর দেখা যাবে না সেই সব ধারাবাহিক। আর দেখা যাবে না সেই সব চ্যানেল, এমনটাই জানা যাচ্ছে ট্রাই (TRAI) সংস্থা তরফে।

উল্লেখ্য, বর্তমান সময়ে টিভির চ্যানেল খুললেই দেখা যাচ্ছে ট্রাই সংস্থার এক নির্দেশিকা। যেখানে লেখা রয়েছে ট্রাই সংস্থা তাদের চ্যানেলের দাম বাড়িয়েছে। আর সেই কারণেই বিবাদ বেঁধেছে ব্রডকাস্টারদের সাথে কেবিল অপারেটরদের। এই বিরোধিতার কারণে চ্যানেল বন্ধ করে দিতে পারে ট্রাই সংস্থা। তাই প্রত্যেক গ্রাহক যেন এই পরিস্থিতিতে সহযোগিতা করে। তারা যাতে পরবর্তীতে তাদের পছন্দমত চ্যানেল দেখতে পারে। তার জন্য তারা যেন সতর্ক হয়।

সূত্রের খবর জানা গিয়েছে, ট্রাই সংস্থা চ্যানেলের দাম বৃদ্ধি নিয়ে এক নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছে, পূর্বে নতুন চ্যানেলগুলির জন্য গ্রাহকদের দিতে হতো ১২ টাকা। তবে এবার থেকে গ্রাহকদের দিতে হবে ১৯ টাকা। তবে এই সিদ্ধান্তের পরেই ব্রডকাস্টারদের বিরুদ্ধে প্রতিবাদ করে কেবিল অপারেটররা।

মূলত, গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই ব্রডকাস্টারদের সাথে বিরোধিতা করছে কেবিল অপারেটররা। তবে এই কর্মসূচি কতটা কার্যকরী হবে তা বলা মুশকিল। আর তার পরিপ্রেক্ষিতেই এখন থেকেই বন্ধ করা হয়েছে বিভিন্ন কেবিলের চ্যানেলগুলি। তবে ট্রাই সংস্থা যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে পরবর্তীতে গ্রাহকরা তাদের এই পছন্দের চ্যানেলের পছন্দের ধারাবাহিক আর দেখতে পাবে না বলেই জানা যাচ্ছে। তাই কেবিল অপারেটরদের অনুরোধ তারা যেন সহযোগিতা করে ট্রাই-এর বিরুদ্ধে।