নিউজভাইরাল

টেকনোলজির মহা চমক! চালক ছাড়াই যাত্রী নিয়ে ব্যাস্ত রাস্তায় ছুটল রোবট গাড়ি, ভাইরাল ভিডিও

যত দিন যাচ্ছে ততই উন্নতিমুখর হচ্ছে পৃথিবী। কয়েকদিন আগেই মধ্যমগ্রামে রোবট নার্স চালু হওয়া নিয়ে চারিদিকে নানা রকম আলোচনা শুরু হয়েছিল। তবে এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পাবলিক রাস্তায় চলল জুক্সের তৈরি রোবট ট্যাক্সি। সম্প্রতি amazon সংস্থা এবং এই সংস্থার অধীনস্থ জুক্স সংস্থা একত্রিতভাবে এই রোবট ট্যাক্সির ট্রায়াল সম্পন্ন করেছে।

প্রসঙ্গত, অনলাইন সংস্থা amazon ২০২০ সালে ১০,৭৬০ কোটি টাকা অর্থাৎ ১৩ কোটি ডলারের বিনিময়ে মালিকানা গ্রহণ করে জুক্স সংস্থার। এই প্রথম বিশ্বে চালক ছাড়া রোবট ট্যাক্সি তৈরি করল অ্যামাজন সংস্থার অধীনস্থ জুক্স সংস্থা। তবে ট্রায়াল সম্পন্ন হলেও এই রোবট ট্যাক্সি কবে লঞ্চ হবে তার সময়কাল এখনো জানা যায়নি এই সংস্থা তরফে। জুক্স সংস্থা এমন এক মার্কিন সংস্থা যে সংস্থা নিজেরাই সম্পূর্ণ স্বয়ং চালিত যানবাহন তৈরীর কাজ করে।

তবে এই নতুন চালক ছাড়া রোবট ট্যাক্সি তৈরি করে সংবাদমাধ্যমে এই সংস্থার সিইও বলেছেন, উন্মুক্ত পাবলিক রাস্তায় গাড়িটির পরীক্ষা চালানো এবংক্ষবিভিন্ন প্রয়োজনে ব্যবহারের উপযোগী হিসেবে প্রমাণ করতে পেরে আমরা আনন্দিত। এটি অবশ্যই একটি বড় পদক্ষেপ। তবে চূড়ান্ত সাফল্য তখনই অর্জন হবে, যখন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত করে তোলা যাবে।

তবে এই রোবট ট্যাক্সিতে রয়েছে এক দুর্দান্ত চমক। আর সেটি হল স্টিয়ারিংয়ের ব্যবস্থা। যেহেতু এই ট্যাক্সিতে কোনো চালক থাকবে না তাই এই ট্যাক্সিটির কোন স্টিয়ারিংয়ের ব্যবস্থা নেই। মুখোমুখি চারজন মানুষ বসে এই রোবট ট্যাক্সির মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। সম্প্রতি উভয় সংস্থার যাত্রীরা এই ট্যাক্সিতে বসে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দুই বিল্ডিংয়ের মধ্যবর্তী পাবলিক রাস্তায় ট্রায়াল করেছে। তবে এখন অপেক্ষা এই রোবট ট্যাক্সির লঞ্চ হওয়ার দিন।