টেক নিউজনিউজ

এক চার্জে মাইলেজ দেবে ২০০ কিমি, দুর্দান্ত লুক নিয়ে বাজারে এলো এই ইলেকট্রিক টু হুইলার

ভারতের গাড়ির বাজারে গাড়ি সংস্থাগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে পেট্রোল-ডিজেল চালিত গাড়ি নির্মাণকে সরিয়ে বৈদ্যুতিক দু চাকা নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে টু হুইলার সংস্থাগুলি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নামি দামি টু হুইলার সংস্থাগুলির পাশাপাশি কিছু স্টার্টআপ সংস্থাও বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বেশ জোর দিয়েছে। ইতিমধ্যে সেই স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে এক সংস্থা এক দুর্দান্ত ইলেকট্রিক মডেল বাজারে এনেছে। যার লুক রীতিমতো সাড়া ফেলেছে গাড়ির মার্কেটে।

ভারতীয় কিছু স্টার্টআপ সংস্থার মধ্যে এক অন্যতম সংস্থা হল ওবেন ইলেকট্রিক। সাম্প্রতিক এই ওবেন কোম্পানি বাজারে এনেছে বোল্ড লুকের ওবেন রোর নামক বৈদ্যুতিক গাড়ি। এই টু হুইলার যেমন জ্বালানি খরচ বাঁচাবে তেমন মাইলেজও দেবে দুর্দান্ত। বলা যায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত ইলেকট্রিক গাড়ি এই ওবেন রোর। আসুন এই গাড়ির ফিচার্স দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

ওবেন কোম্পানির এই বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির কথা যদি বলি, এক্ষেত্রে দেওয়া হয়েছে ৪.৪ কিলোওয়াট-আর ব্যাটারি প্যাক। যা সম্পূর্ণ চার্জে ২০০ কিমি মাইলেজ প্রদান করবে বলে দাবি করেছে সংস্থা। এর পাশাপাশি কোম্পানি তরফে জানানো হয়েছে, এই ইলেকট্রিক টু হুইলার মাত্র ৩ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘণ্টা গতিতে চলতে পারে। সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রতি ঘণ্টা ১০০ কিমি। অন্যদিকে এই টু হুইলারে ব্যাটারি ঠান্ডা রাখার প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। মোট ১৩০ কেজি ওজন রয়েছে এই বাইকের। তবে এই বাইকের রেঞ্জ নির্ভর করবে বাইক চালানোর ধরন এবং মোডের ওপর। তিনটি রাইডিং মোড রয়েছে এই বাইকে। এর পাশাপাশি এই ইলেকট্রিক টু হুইলারের সামনে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয়, ওবেন কোম্পানির এই ইলেকট্রিক বাইকে প্রদান করা হয়েছে আরো অত্যাধুনিক ফিচার্স। সেই বৈশিষ্ট্যগুলি হল – দুটি চাকায় ডিস ব্রেক, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি হেডল্যাম্প, স্প্লিট স্টাইল সিট, বর্ধিত রিয়ার এবং পেছনের যাত্রীদের জন্য টু পার্ট গ্রাব রেল সহ রাউন্ড এলইডি – ডিআরএল দেওয়া হয়েছে। অত্যাধুনিক ফিচার্স, ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এই বৈদ্যুতিক বাইকের ডিজাইন সহ স্টাইলও রয়েছে দেখার মতো।

এবার আসি দামের কথায়। ভারতে লঞ্চ হওয়া এই বাইকের মূল্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। জানা গিয়েছে ফেম ২ এবং রাজ্য ভর্তুকি সহ এই বৈদ্যুতিক বাইকটি ৯৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রে। অন্যদিকে দিল্লিতে এই ওবেন রোর-এর দাম রয়েছে ১.০৩ লক্ষ টাকা, ১.০৫ লক্ষ টাকা দাম রয়েছে গুজরাটে, কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিক্রি হচ্ছে ১.২৫ লক্ষ টাকা মূল্যে এবং ১.১৫ লক্ষ টাকা মূল্যে এই বৈদ্যুতিক গাড়ি বিক্রি হচ্ছে রাজস্থানে।