অফবিট

চাওয়ালা মোদীর পর ভারতের ‘Next PM’ এই ফুচকাওয়ালা? মন্তব্য নেটিজেনদের

আমরা সকলেই জানি পৃথিবী গোলকার। এই গোলাকার পৃথিবীতে একই রকম দেখতে দুজন মানুষ যে থাকে, তা অনেকেই বিশ্বাস করেন। আগে এই ধরনের ঘটনা অনেকবারই প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। তবে সম্প্রতি আবারও এরকম ধরনেরই এক ঘটনা প্রকাশ পেল নেটদুনিয়ায়। আর সেই প্রসঙ্গেই চর্চায় উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের একজন চা বিক্রেতা। তবে এবার হুবহু তাঁর মতোই দেখতে এক ফুচকা বিক্রেতাকে দেখা গেল গুজরাটে। যার কথাবার্তা, হাবভাব সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। তাকে সাম্প্রতিক সময়ে সেখানকার স্থানীয় লোক ‘মোদীজি’ হিসেবেই চেনেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ফুচকা বিক্রেতার ভিডিও। যেখানে ওই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো সাদা পাঞ্জাবি এবং গেরুয়া রঙের জ্যাকেট পড়ে ফুচকা বিক্রি করতে দেখা যাচ্ছে। শুধু পোশাক নয়, ওই ব্যক্তির কথাবার্তা, মুখের আদল সবকিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। আর এই ভিডিও দেখেই নেটদুনিয়ায় উঠে এসেছে নানারকম মন্তব্য। কেউ কেউ লিখেছেন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীকে চিনে নিন। আবার কেউ লিখেছেন, একজন ছিলেন চা ওয়ালা, এবার এলেন ফুচকাওয়ালা।

সাম্প্রতিক এই ভিডিওটি নেটদুনিয়ায় পোস্ট করেছে এক ফুড ব্লগার। যিনি বড়োদার বাসিন্দা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এই ব্যক্তির মিল খুজে পেয়েই তিনি এই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেছেন। তবে এই ব্যক্তির বিষয়ে জানা গিয়েছে, তার নাম অনিল ভাই খাট্টার। তিনি ১৫ বছর বয়স থেকে ফুচকা বিক্রি করছেন। তবে সবকিছু মিল থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এই ব্যক্তি অর্থাৎ অনিল ভাই খাট্টারের মিল রয়েছে তাদের বাসস্থানেও। কারণ উভয়েই একই রাজ্যের বাসিন্দা। তবে সাম্প্রতিক সময়ে অনিল এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে যে পরিচিতি পেয়েছে তার জন্য তিনি এই ফুড ব্লগারের কাছে কৃতজ্ঞতা প্রকাশও করেছে।