নিউজ

এবার বড় চিন্তা ৫০০ টাকার নোট নিয়ে! কি সিদ্ধান্ত নিচ্ছে RBI?

বর্তমানে দেশের অধিকাংশ নাগরিক ছোটাছুটি করছে ২০০০ টাকার নোট নিয়ে। গত মে মাসের ১৯ তারিখ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে ঘোষণা করা হয়েছিল যে, খুব শীঘ্রই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হতে চলেছে। তাই সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করা হয়েছে যে, তারা যেন নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংকের মাধ্যমে ২০০০ টাকার নোট বদল করে নিয়ে রাখেন।

হঠাৎ এই সিদ্ধান্তের একটা বড় কারণ হলো ২০০০ টাকার গোলাপী নোটের জাল নোট তৈরি হওয়া আটকানো। পূর্বে প্রচুর পরিমাণে ২০০০ টাকার জাল নোট পাওয়া যেত বাজারে। তবে ২০২২ সালে এই জাল নোটের সংখ্যা প্রায় ২৮% কমে গেছে। ২০২২-২৩ সালে ৯ হাজার টাকার মত ২০০০ টাকার জাল নোট বাজার থেকে উদ্ধার হয়েছে।

২০০০ টাকা নিয়ে মাথা ব্যথা কমলেও, নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৫০০ টাকার জাল নোট। বর্তমানে হু হু করে বাড়ছে ৫০০ টাকার জাল নোট। ২০২২-২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, ৫০০ টাকার জাল নোট পাওয়া গিয়েছাল প্রায় ৯১ হাজার ১১০টি। তবে ২০২১-২২ সালে এই জাল নোটের সংখ্যা প্রায় ১৪.৬% কম ছিল। ৩৯,৪৫৩টি জাল নোট পাওয়া গিয়েছিল ২০২০-২১ সালে। যেহেতু ২০২২-২৩ এ ভারতে সবচেয়ে বেশি পরিমাণ ৫০০ টাকার জাল নোট প্রবেশ করেছে, সেজন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভীষনই চিন্তায় পড়েছে।

এর সাথে পাল্লা দিয়ে প্রায় ৮.৪% বেড়েছে ২০ টাকার জাল নোটের সংখ্যা। তবে ১১.৬% কমেছে ১০ টাকার জাল নোট। ১০০ টাকার জাল নোটেরও চালান কমেছে ১৪%। এইভাবে জাল নোট বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে বড় নোটগুলি নিয়ে।