নিউ দীঘায় পর্যাটকদের জন্য নতুন চমক, দেরি না করে এক্ষুনি জেনে নিন

শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কাছে দিপুদাই ভরসা। দিপুদা মানে হলো দীঘা, পুরী ও দার্জিলিং। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। তবে শুধু বাঙালিই নয় সারা ভারতবর্ষ থেকে ছুটে আসেন সমুদ্রপ্রেমী পর্যটকরা। মিঠে রোদ গায়ে মেখে সমুদ্র সৈকতে নিরিবিলি সময় কাটিয়ে অবসর যাপন করার এক অনন্য স্থান হলো দীঘা। তবে শুধু সমুদ্র সৈকতই নয়, দীঘায় আছে এর বাইরে আরো প্রচুর দর্শনীয় স্থান রয়েছে
এবার সেই দর্শনীয় স্থান গুলির তালিকায় নবতম সংযোজন হতে চলেছে বিরল সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র। দীঘায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকলেও মূলত গরমের সময় ভ্রমণপ্রেমীদের ভিড়ে উপচে পড়ে দীঘার সমুদ্র সৈকত গুলিতে। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাই দীঘাকে নব রূপে সাজিয়ে তোলার প্রচেষ্টায় কোন রূপ কসুর রাখা হচ্ছে না। ইতিমধ্যেই দীঘায় গড়ে তোলা হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। তাছাড়া রয়েছে ঢেউসগর বিনোদন পার্ক। পর্যটকরা চাইলে এখন থেকে সমুদ্রের ধারে বসে উপভোগ করতে পারবেন রবীন্দ্র সংগীত। এছাড়াও রয়েছে আরো কত কি।
এছাড়াও দিঘার স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া তৈরি হয়েছে একটি সুবিশাল একুরিয়াম। যেটি ইতিমধ্যেই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শোনা যাচ্ছে ঠিক তার পাশেই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আরও একটি নতুন অ্যাকুরিয়াম তৈরি করতে যাচ্ছে। যেখানে পর্যটকরা গেলে দেখতে পাবেন বিভিন্ন মৃত ও জীবিত সামুদ্রিক মাছের স্পেসিমেন। তাই ওয়াকিবহল মহলের ধারণা এবারের গরমে পর্যটকদের কাছে দীঘা নতুন রূপে ধরা দিতে চলেছে।
এ ছাড়াও দীঘাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই সমস্ত উদ্যোগের পাশাপাশি এক নতুন আকর্ষণ যোগ করার প্রচেষ্টা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এখন থেকে দীঘার সমুদ্র সৈকতে বসেই নানান ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে সামুদ্রিক মাছ। এছাড়াও সেই ডিসপ্লেতে দেখা যাবে দিঘাতে আর কি কি পর্যটন স্থান রয়েছে, কোথায় কখন যাওয়া যাবে, কি কি করা যাবে প্রভৃতি সব কিছুই।