Weather Update: বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের এইসব জেলা! বড়সড় আপডেট আবহাওয়া দফতরের

চলতি মাসেই বিদায় নেওয়ার পালা শীতের। তবে তার আগেই বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। জানা গিয়েছে শিবরাত্রির দিন থেকেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই জেলাগুলি, জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই বৃষ্টির পরেই এবারের মতো বিদায় নেবে শীত। তবে কোন কোন জেলা ভিজবে শিবরাত্রিতে?
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রির দিন অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গে একাধিক জেলা। তবে বৃষ্টিপাতের সাথে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই আকাশের মুখ রয়েছে ভার। ফলেই শিবরাত্রিতে ভিজবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এর সাথে সাথে বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ। শনিবার থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। তবে পরবর্তী দিন থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানা গিয়েছে। তবে অন্যদিকে, কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এই বৃষ্টির ফলেই এবারের মতো বিদায় নেবে শীত। জানা গেছে, রবিবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে শীতের আমেজ একেবারেই উধাও হবে বলে জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবারের পর থেকেই উধাও হবে শীতের আমেজ। অর্থাৎ রবিবার থেকেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। রবিবারে দিনের তাপমাত্রা পৌঁছবে প্রায় ৩০ ডিগ্রিতে এবং রাতের তাপমাত্রা পৌঁছাবে প্রায় ২১ ডিগ্রিতে। তবে পরবর্তীতে মঙ্গলবারে তাপমাত্রা আরো ৫ ডিগ্রী বাড়ার সম্ভাবনা রয়েছে মহানগরীতে। ফলস্বরূপ, ফেব্রুয়ারি মাস থেকেই গরমের আবহাওয়া পড়বে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে।