নিউজ

শিশুকে নিয়ে বাইকে ঘুরছেন? সতর্ক হয়ে যান, এই নিয়মগুলি না মানলেই দিতে হবে ফাইন

খবরে মাঝেমধ্যেই পথ দুর্ঘটনার কথা শোনা যায়। এমন সব দুর্ঘটনা রুখতেই ৪ চাকা চালকদের জন্য একাধিক নিয়ম রয়েছে। এবার ২ চাকা চালকদের জন্য একাধিক নিয়ম চালু করা হল। এই নিয়ম অমান্য করলেই পেতে হবে শাস্তি।‌ দিতে হতে পারে ভারী জরিমানাও। সেন্ট্রাল মোটর ভেহিকেল আইনে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নিয়মের উল্লেখ করা হয়েছে। আজ আমরা সেটির সম্পর্কে কথা বলব।

অনেকেই ছোট বাচ্চাদের নিয়ে মোটর বাইক ও স্কুটির মতো ২ চাকা বাহনে যাতায়াত করেন। অনেকেই বাচ্চাদের মাথায় হেলমেট পরিয়ে তবেই যাত্রা সুনিশ্চিত করেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা এই নিয়ম মানেন না। অনেকেই উদাসীন থাকেন এই ব্যাপারে।

কিন্তু তা একদম উচিত নয়। এতে শিশুটির জীবন বিপদের মুখে পড়তে পারে। কোন কারনে দুর্ঘটনার সম্মুখীন হলে মাথায় হেলমেট না থাকলে বড় রকম বিপদ হতে পারে। এই বিপদ রুখতেই ১৯৮৯ মোটর ভেহিকেল আইন প্রণয়ন করা হয়েছে।

এই আইনের মোতাবেক ২ চাকা গাড়ির পিছনে বসা শিশুর বয়স যদি ৯ মাস থেকে ৪ বছরের মধ্যে হয়, তাহলে চালকদের অবশ্যই একটি নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালাতে হবে। সেই নির্দিষ্ট গতি বেশি হলে চালককে শাস্তি পেতে হবে। শিশুর বয়স চার বছরের কম হলে গতি ৪০ কিলোমিটারের বেশি তোলা যাবে না। এটি মোটর ভেহিকেল আইন ১২৯ ধারার আওতায় রয়েছে।

এছাড়াও ৪ বছরের কম শিশুদের নিরাপত্তার জন্য অবশ্যই সেফটি হার্নেস ও ক্র্যাশ হেলমেট ব্যবহার করতে হবে। এটি ২ চাকার চালকদের জন্য বাধ্যতামূলক। পাশাপাশি নজর দিতে হবে শিশুর হার্নেসের কোয়ালিটির দিকে। দেখে নিতে হবে সেটি যেন হালকা ওজনের হয়, আর ওয়াটারপ্রুফ ও দীর্ঘস্থায়ী যেন হয়।