নিউজ

বাইকে ট্রিপল রাইডিং আইনত দণ্ডনীয় অপরাধ, ধরা পরলে মোটা টাকা জরিমানা

বর্তমান সময়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো বাইক বা স্কুটার। তবে অনেকেই বাইক নিয়ে ট্রিপল রাইডিং করে থাকেন। যা বড় বিপদের মুখে ঠেলে দেয় বাইক আরোহী সহ পথ চলতি মানুষদের। মূলত এই ট্রিপল রাইডিং দণ্ডনীয় অপরাধ। যা উল্লেখ রয়েছে ভারতের মোটর ভেহিকেল আইনেও। তাই ট্রিপল রাইডিং করার আগে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন এই অপরাধ করলে আপনাকে কত বড় খেসারত দিতে হবে।

সাম্প্রতিক সময়ে পথে-ঘাটে চার চাকার তুলনায় বেশি দুই চাকার গাড়ি দেখা যায়। জনবহুল দেশ ভারতে এই গাড়ির সংখ্যার পরিমাণ অনেক বেশি। বর্তমান সময়ে প্রায় দেড় কোটি বাইক চলে পথে-ঘাটে। কিন্তু অনেকেই অসতর্ক ভাবে বাইক চালায়, যার ফলে বিপদের সম্মুখীন হতে হয় বাইক আরোহী সহ পথে-ঘাটের মানুষদের। আর সেই দুর্ঘটনার কথা ভেবেই বাইক আরোহীদের জন্য কিছু নিয়ম তৈরি করেছে সরকার। আসুন সেই নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

বাইক বা মোটরসাইকেল এমন ভাবেই তৈরি করা হয়েছে যেখানে দুজনের বেশি মানুষ বসার জন্য উপযোগী নয়। কিন্তু এক্ষেত্রে দেখা যায় তিন জন অথবা তার বেশি মানুষ নিয়ে বাইকে রাইডিং করতে। যা ভারতীয় মোটর ভেহিকেল আইনে দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধ করলেই মানুষকে দিতে হবে বড় খেসারত।

আইন অনুযায়ী মোটরসাইকেল বা স্কুটারে তিনজন অথবা তার বেশি মানুষ থাকলে দিতে হতে পারে ১০০০ টাকা ফাইন। তবে এই ফাইনের অঙ্ক সব রাজ্যে সমান নয়। বিভিন্ন রাজ্য অনুযায়ী এই চালান নির্ভর করে। তবে শুধু ফাইন নয়, কোনো কোনো রাজ্যে আবার সেই বাইক বাজেয়াপ্ত হতে পারে। এমনকি সেই চালকের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে।

বাইক বা স্কুটারে দুজনের বেশি মানুষ বসা যেমন আইনত অপরাধ তেমন ট্রিপল রাইডিং করলে বাইকের পারফরম্যান্স কমে যায়। ইঞ্জিনের উপর প্রভাব পড়ে। বাইকের মেইনটেনেন্স খরচাও বৃদ্ধি পায়। এছাড়া ইঞ্জিনের ওপর প্রভাব পড়ার কারণে কমতে থাকে বাইকের মাইলেজ। অপরদিকে তেল খরচও বাড়তে থাকে। তাই বাইক বা স্কুটারে দুইজন সওয়ারি নিয়ে রাইডিং করা উচিত।