কেন মা হতে পারছেন না ক্যাটরিনা? বিস্ফোরক কারণ সামনে আনলেন ভিকি কৌশল

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেমের ঘটনা নতুন কিছু নয়। এদের মধ্যে বহু সম্পর্ক ভেঙে গেছে অচীরেই আবার বিয়ে করেছেন এমন দম্পতির উদাহরণ কম নেই। এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে যেমন গেছেন তেমন সুখী হয়েছেন, বাকি জীবন এক সাথে কাটিয়েছেন এমন দম্পতিও রয়েছেন। ভিকি কৌশল (Vicky Kaushal)- ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) তেমনি একটি দম্পতি।
বেশ কিছুদিনের গুঞ্জনের পর ২০২১ এসে চার হাত এক হয় বলিউডের এই জুটির। তারা নিজেদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ঠ সফল। তাদের জুটি বাঁধার সময়ে অনেকেই সন্দিহান ছিলেন যে তাদের দাম্পত্য জীবন আদৌ কতদিন টিকবে। তবে শত্তুরের মুখে ছাই তারা বলিউডের অন্যতম সুখী দম্পতি। তবে সম্প্রতি তাদের সম্পর্কের মাঝে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউডের অলি গলিতে কান পাতলেই তাদের নিয়ে শোনা যাচ্ছে নানান কথা।
আসলে তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হতে চললো। তারা নিজেদের দাম্পত্য জীবনও চুটিয়ে উপভোগ করছেন। কিন্তু অনুরাগীরা এখন তাদের কাছ থেকে সুখবর শুনতে চাইছে। তাদের কাছাকাছি সময়ে বিয়ে করে রণবীর আলিয়া জুটি ইতিমধ্যেই বাবা মা হয়ে গিয়েছেন। কিন্তু এখনও তাদের তেমন কোনো লক্ষণই নেই। এবার তাদের সেই গোপন কথাটি জানালেন অভিনেতা ভিকি কৌশল।
ভিকি জানিয়েছেন যে, এই মুহূর্তে তাদের কাছ থেকে সুখবর শুনতে পাওয়ার সম্ভবনা নেই। কিন্তু কেনো? তাদের সম্পর্কের মাঝে কি কোনো সমস্যার উদয় হয়েছে? তবে তার উত্তরও দিয়েছেন ভিকি। আসল কারণ হলো ক্যাটরিনা এখন অভিনয়ের কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চাইছেন। তাই এখনই তিনি মা হতে চাইছেন না। আর তাই ভিকিও স্ত্রীর ইচ্ছাকেই মর্যাদা দিয়ে ভিকিও সেই পথেই হাঁটছেন।