ভাইরালবিনোদন

সম্পূর্ন খালি গলায় কিশোর কুমারের অসাধারণ গান গেয়ে মুগ্ধ করলো মিঠাই পুত্র শাক্য, আশীর্বাদে ভরিয়ে দিলেন নেটজনতা

একাধিক প্রতিভার অধিকারী সিড-মিঠাই পুত্র শাক্য হরফে ধৃতিষ্মান চক্রবর্তী (Dhitrisman Chakraborty)। অভিনয় জগতে আসার আগেই তার গানের মাধ্যমে সকলের কাছে পরিচিত হয়েছে ধৃতিষ্মান। তবে সাম্প্রতিক সময়ে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে সিড-মিঠাইয়ের ছেলে শাক্যর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই শিশুশিল্পীকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে শাক্য হরফে ধৃতিষ্মানৈর দুর্দান্ত গান। প্রতিবারের মতো এবারও মন জয় করেছে নেটজনতার।

প্রসঙ্গত, খুব ছোট বয়স থেকেই গানের প্রতি আগ্রহ দেখা যায় শাক্যর। 11 মাস বয়স থেকেই মায়ের কাছে গান শিখতে শুরু করে ধৃতিষ্মান। পরবর্তীতে পাঁচ বছর বয়সে পাঁচটি ভাষায় গান গেয়ে সকলের কাছে প্রতিষ্ঠিত হন এই শিশুশিল্পী। যার জন্য তিনি ‘রাষ্ট্রীয় বাল’ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও, প্রধানমন্ত্রীও তার গানের প্রশংসায় পঞ্চমুখ হন।

অভিনয়ের পাশাপাশি ফাঁকা সময়ে তিনি খালি গলায় মাঝেমধ্যেই তার গানকে সকলের সামনে মেলে ধরে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি সেরকমই এক গান ভাইরাল হলে নেটদুনিয়ায়। ইন্সটাতে পোস্ট করা হয়েছে ধৃতিষ্মানের এই গান। যেখানে এই শিশুশিল্পীকে কিশোর কুমারের গাওয়া গান ‘মেরে সামনে বালি খিরকি পে’ গাইতে দেখা যাচ্ছে খালি গলায়। এই ভিডিওটিতে ধৃতিষ্মানের পরনে দেখা গেছে হলুদ রঙের একটি টি শার্ট এবং প্যান্ট।

প্রতিবারের মতো এবারও এই দুর্দান্ত গান গেয়ে সকলকে মুগ্ধ করেছে খুদে ধৃতিষ্মান। প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। এত ছোট বয়সে তার একাধিক প্রতিবার দেখে অবাক সকলে। তবে অনেকেরই অনুমান, ভবিষ্যতে এই শিশুশিল্পী এক অন্য জায়গায় পৌঁছবে। ফলে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে সকলে।